মুম্বই: টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে ভারত। প্রবল সমালোচনার মুখে পড়েছেন রোহিত শর্মারা। শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar- India) যদিও এই কঠিন সময়ে টিম ইন্ডিয়ার পাশেই দাঁড়িয়েছেন। মাস্টার-ব্লাস্টারের সাফ কথা, একটা ম্যাচের পারফরম্যান্স দিয়ে ভারতীয় দলের বিচার করাটা ভুল হবে। শচীনের (Sachin Tendulkar- India) বক্তব্য, ‘‘বিশ্বকাপ থেকে এভাবে ছিটকে যাওয়াটা হতাশাজনক। তবে মাত্র একটা পারফরম্যান্স দিয়ে বিচার করা উচিত নয়। কারণ ভারত কিন্তু টি-২০ ক্রিকেটে এক নম্বর দল। রাতারাতি এই জায়গায় আসা যায় না। এরজন্য দীর্ঘ একটা সময় ধরে সর্বোচ্চ মানের ক্রিকেট খেলতে হয়। যেটা এই দলটা করে দেখিয়েছে।’’ শচীনের সংযোজন, ‘‘আমি এটা বলছি না যে বিশ্বকাপের ব্যর্থতা কোনও বড় ঘটনা নয়। তবে প্রতিদিনই জেতা সম্ভব নয়। ওঠা-পড়া থাকবেই। কিন্তু এই কঠিন সময়ে প্রত্যেকের পাশে থাকা উচিত।’’