দুবাই : আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে রয়ে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সদ্যপ্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট গত বছরের নভেম্বর মাসে অনিল কুম্বলের জায়গায় এই পদের দায়িত্ব গ্রহণ করেছিলেন। অন্যদিকে, প্রত্যাশা মতোই বিসিসিআই সচিব জয় শাহ ঢুকলেন আইসিসিতে। তিনি সংস্থার আর্থিক ও বাণিজ্যিক কমিটির প্রধান হয়েছেন। ওয়াকিবহাল মহল করছে, জয়কে ধীরে ধীরে আইসিসির পরবর্তী চেয়ারম্যান পদের জন্য প্রোজেক্ট করছে বিসিসিআই। এটা তারই প্রথম পদক্ষেপ। এদিকে, আইসিসি-র চেয়ারম্যান পদে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হলেন নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে। আরও দু’বছর তিনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার প্রধানের দায়িত্ব পালন করবেন। এবারের নির্বাচনে ভারতীয় বোর্ড কোনও প্রার্থী দেয়নি। বরং বার্কলেকেই সমর্থন করেছে। ফলে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েননি তিনি। শেষ মুহূর্তে জিম্বাবোয়ের তাভেঙ্গোয়া মুকুলানি সরে দাঁড়ানোর বার্কলের লড়াইটা আরও সহজ হয়ে গিয়েছিল।
আরও পড়ুন-এক হারেই সব শেষ নয়: শচীন