প্রতিবেদন : মিথ্যাচারের এক ঘণ্টার মধ্যেই শুভেন্দুর পর্দা ফাঁস করল তৃণমূল কংগ্রেস। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের গ্র্যান্ড সেলিব্রেশনকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee Phobia) শিশুপুত্রের জন্মদিন বলে ট্যুইট করে নোংরা রাজনৈতিক মিথ্যাচার শুধু নয়, নিজেকে নর্দমার পাঁকে নামিয়ে আনলেন রাজ্যের বিরোধী দলনেতা। নিজেকে হেয় তো করলেনই সঙ্গে বঙ্গ রাজনীতিতে নিজের শেষ সম্মানটুকুও হারালেন তিনি।
আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোবিয়ায় (Abhishek Banerjee Phobia) ভুগছেন শুভেন্দু। শয়নে স্বপনে এখন অভিষেককেই দেখছেন বিরোধী দলনেতা। সম্ভবত মানসিক বিকৃতিও দেখা দিচ্ছে। না হলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের তিন বছরের শিশুপুত্রকে নিয়ে কেউ নোংরা রাজনীতি করে! দল সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের বিরোধী দলনেতার মানসিক সুস্থতা কামনা করে তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠাবেন রাজ্যের ছাত্র-যুবরা। সঙ্গে থাকবে ফুল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ও একটি গ্রিটিংস কার্ড। সেখানে লেখা থাকবে ‘গেট ওয়েল সুন’। রবিবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানিয়েছেন দলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর কথায়, শুভেন্দু অধিকারী নোংরা রাজনীতি করতে করতে এমন নিচে নেমেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফুটবল ক্লাব ও তাকে কেন্দ্র করে যে গ্র্যান্ড সেলিব্রেশনকে অভিষেকের শিশুপুত্রের জন্মদিনের পার্টি বলে ট্যুইট করে? শুভেন্দু অধিকারী বঙ্গ রাজনীতির কুলাঙ্গার। তোপ কুণালের।
আরও পড়ুন-বীরবাহার ভিডিও ফাঁস, বিজেপির মুখে কুলুপ
ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব প্রথম বছরেই খেলতে নেমেই প্রিমিয়ার ডিভিশন লিগে উঠে এসেছে। ক্লাবের চিফ প্যাট্রন হিসেবে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের কোচ ও ফুটবলারদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন দক্ষিণ কলকাতার একটি হোটেলে। সেখানে ডিএইচএফের সেলিব্রেশনের আয়োজন ছিল। সেই ছবি দুপুর থেকেই সংবাদমাধ্যমের কাছে পৌঁছে যায়। অথচ রাজনীতির পাঁক ঘাঁটতে ঘাঁটতে কাদায় একেবারে গলা পর্যন্ত ডুবে যাওয়া শুভেন্দু এই ঘটনাকে নোংরা রাজনীতির আঙিনায় এনে ফেলেন। সোশ্যাল মিডিয়ায় তাকে কেন্দ্র করে চলে কুরুচিকর মন্তব্য। যদিও এর এক ঘণ্টার মধ্যেই শুভেন্দুর মিথ্যাচারের পর্দা ফাঁস করে এর তীব্র প্রতিবাদ করেছে তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, এটা আসলে মানসিক বিকৃতি ছাড়া আর কিছুই নয়। আমরা ওর মানসিক সুস্থতা কামনা করি। এটা আসলে অনেকটা ছোটবেলায় পড়া কবিতার মতো, জল পড়ে পাতা নড়ে, পাগলা শুভেন্দুর মাথা নড়ে। কুণালের সংযোজন, দল সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দলনেতার সুস্থতা কামনা করে এ রাজ্যে ছাত্র-যুবরা সোমবার থেকেই তাকে শুভেচ্ছা বার্তা পাঠাবে। ফুল, গ্রিটিংস কার্ড আর অভিষেকের ছবি থাকবে। সুস্থতা কামনা করে লেখা হবে গেট ওয়েল সুন। এরপরই তীব্র আক্রমণ করে কুণাল বলেন, ওর মুখে সনাতন শব্দটা মানায় না। ও সনাতনের কলঙ্ক। নরকের কীট। দেউলিয়া হয়ে অভিষেক ফোবিয়ায় ভুগছে। শুভেন্দু নিম্ন রুচির রাজনীতি করতে করতে কোথায় নেমেছে ভাবা যায় না! তার ক্ষমা চাওয়া উচিত মিথ্যাচারের জন্য।
অভিষেক বন্দ্যোপাধ্যায় ফুটবলপ্রেমী। তাঁর ক্লাব প্রথম বছর খেলতে নেমেই প্রিমিয়ার ডিভিশন লিগে জায়গা করে নিয়েছে নিজেদের চেষ্টায়। তার গ্র্যান্ড সেলিব্রেশন ছিল এদিন দক্ষিণ কলকাতার একটি হোটেলে। কিন্তু রাজনৈতিক হিংসা চরিতার্থ করতে গিয়ে শুভেন্দু যেভাবে এই ঘটনার সঙ্গে অভিষেকের ছোট ছেলেকে জড়িয়ে রাজনৈতিক মিথ্যাচার করেছে তা ক্ষমাহীন অপরাধ, একথা জানিয়ে কুণাল বলেন, এখন বিভিন্ন ভিডিও প্রকাশ্যে আসছে। দেখা যাচ্ছে জঙ্গলকন্যা বীরবাহা হাঁসদা তাকেও বলছে জুতার নিচে রাখে। ও কোন মুখে অন্যের সমালোচনা করে? ওর সমস্যা হলে ও আলজোলাম খাক। পয়েন্ট ফাইভ-এ কাজ না হলে আরেকটু ডোজ বাড়াক। কিন্তু নোংরা মিথ্যাচারের রাজনীতি বন্ধ করুক।