প্রতিবেদন: শনিবার থেকে উপনির্বাচনী প্রচারে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিন ভবানীপুরে প্রচারে থাকবেন তিনি। এরপর যাবেন অন্যদুটি কেন্দ্রেও। তার মধ্যে ২২ সেপ্টেম্বর ত্রিপুরার আগরতলায় তাঁর পদযাত্রা।
আরও পড়ুন: হিন্দুস্তান পাকিস্তান হবে না, কুৎসায় কান না দিয়ে ভরসা রাখুন”! হিন্দিভাষীদের বার্তা মমতার
এদিকে অভিষেককে ঠেকাতে না পেরে তাঁর বিরুদ্ধে আরও কুৎসার চক্রান্ত করছে বিজেপি। দিল্লির খবর, ইডি আর সিবিআইকে বলা হয়েছে এমন কিছু গল্প বাজারে ছাড়তে যাতে বিজেপি কুৎসা চালাতে পারে। জানা গিয়েছে সেইমত ইডি একটি বিকৃত রিপোর্ট দিল্লির আদালতে জমা দিয়েছে। তাতে অভিষেক ও তাঁর পরিবারের বিরুদ্ধে কুৎসা রয়েছে। আসলে এই ধরণের ক্ষেত্রে ঘটনা হল তদন্তকারী এজেন্সি এই পর্বে যা ইচ্ছে লিখে জমা করতে পারে। এখন তা প্রমাণ করার দায় থাকে না। সেই পর্যায় অনেক পরে। ততক্ষণ পর্যন্ত এগুলি নিয়ে অবাধে বিকৃত প্রচার চালাবে বিজেপি। বস্তুত রাজনৈতিকভাবে দেউলিয়া বিজেপির কুৎসার খোরাক জোগাতে এইভাবে এজেন্সিগুলিকে অপব্যবহার করছে। মানুষ সব দেখছেন, বুঝছেন। অভিষেক যেহেতু তৃণমূলকে বাংলার পরেও ত্রিপুরা, অসম, দিল্লিসহ দেশজুড়ে ছড়িয়ে দেওয়ার কাজের গতি বাড়িয়েছেন, তাই তাঁকে থামাতেই মরিয়া বিজেপি। রাজনৈতিকভাবে না পেরে এখন কুৎসা, এজেন্সি, আইনি চাপ, দমনপীড়নের ষড়যন্ত্র।