প্রতিবেদন : মিছিল, মিথ্যাচার, অশান্তি। এই তিনটিই এখন বঙ্গ বিজেপির ট্যাগলাইন। যেকোনও প্রকারেই রাজ্যকে অশান্ত করা এখন তাদের একমাত্র উদ্দেশ্য। কোনও কাজ না পেয়ে শেষে ডেঙ্গি নিয়েও নোংরা রাজনীতির খেলায় নেমেছে তারা। সোমবার তারই সাক্ষী থাকল মহানগর। মিছিলের নামে রাস্তাঘাট অবরুদ্ধ করে কার্যত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে বিজেপির যুব মোর্চার কর্মীরা।
এরই সঙ্গে রাজ্যবাসী নিজের চোখে দেখলেন বিরোধী দলনেতার মিথ্যাচার। রাজভবনের সামনে দাঁড়িয়ে অন্য একটি ইস্যুতে জোর গলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের সামনে আন্দোলন নিয়ে সৌজন্যের রাজনীতির কথা বলেন। তিনি বলেন, বাম আমলেও আমরা কখনও মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে যাইনি। এই আমলেও নয়। এককথায় তিনি যখন বাড়ি ঘেরাওয়ের পক্ষে নন বলে জানালেন, ঠিক তখনই বিজেপি যুব মোর্চার মিছিল কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়ি চেতলার এগিয়ে যায় ঘেরাও করার উদ্দেশ্যে।
আরও পড়ুন-দার্জিলিং জেলা হাসপাতালে সিটি স্ক্যান মেশিন উদ্বোধনে মুখ্যমন্ত্রী
এই মিছিলের নামে বিজেপির কর্মী-সমর্থকেরা বিশৃঙ্খলা সৃষ্টি করে। বন্ধ হয়ে যায় যান চলাচল। বিপাকে পড়েন সাধারণ মানুষ। সামাল দিতে গেলে পুলিশকেও হেনস্তা করে তারা। আর এই নিয়েই উঠেছে নিন্দার ঝড়। বিজেপির ঘেরাও রাজনীতি নিয়ে উঠেছে প্রশ্ন। প্রশ্ন উঠছে বিজেপি যে ঘেরাও রাজনীতির আশ্রয় নিচ্ছে, পরে তাঁদের নেতা-কর্মীরা বাড়ির বাইরে বেরোতে পারবেন তো? মেয়র ফিরহাদ হাকিম এই প্রসঙ্গে বলেন, বিজেপির উচিত উত্তরপ্রদেশের ডেঙ্গি পরিস্থিতির দিকে নজর দেওয়া।