সংবাদদাতা, হাবড়া : বিজেপির পর এবার কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে। পঞ্চায়েত নির্বাচনের আগে কংগ্রেসের এই হাল দেখে রাজনৈতিক মহলের দাবি, যুদ্ধের আগেই হেরে বসে বিরোধীরা। সোমবার কংগ্রেসের দলীয় কার্যালয় ও সামাজিক অনুষ্ঠানের কাঠামো ভাঙচুরের অভিযোগ উঠল কংগ্রেসেরই বিরুদ্ধে।
আরও পড়ুন-কেন্দ্রের মোদি সরকারের তুঘলকি কাণ্ড, সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও এনআইটি-তে হল পদোন্নতি
যুব কংগ্রেসের পক্ষে দলেরই একাধিক নেতা-নেত্রীর নামে লিখিত অভিযোগ করা হয়েছে হাবড়া থানায়। নিজেদের ব্যর্থতা ঢাকতে অভিযোগ চাপানো হয়েছে তৃণমূলের বিরুদ্ধে। ১৯ নভেম্বর যুব কংগ্রেস রক্তদান শিবির করবে, কংগ্রেসও একই জায়গায় শীতবস্ত্র দান ও গুণিজন সংবর্ধনা করতে চায়। রবিবার সন্ধ্যায় হাবড়া স্টাফ কোয়ার্টার এলাকায় কংগ্রেসের দলীয় কার্যালয়ে কর্মীদের আলোচনা চলছিল, যুব কংগ্রেসের অভিযোগ, সেই সময় কংগ্রেস কর্মীরা কাঠামো ভেঙে দেয় এবং কার্যালয় ভাঙচুর করে। কংগ্রেস সভানেত্রীর দাবি, এমনিই কাঠামো ভেঙে পড়েছে। এতে গোষ্ঠীকোন্দল নেই। তৃণমূলের দাবি, কংগ্রেস নিজেদের গোষ্ঠীকোন্দল তাদের ঘাড়ে চাপাচ্ছে।