সংবাদদাতা, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি : আগামী পঞ্চায়েত ভোটে জেলায় পুরসভার মতোই জয়ের ধারা অব্যাহত রাখার বার্তা দিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। গ্রাম পঞ্চায়েত ভোটে গ্রাম ও শহরের নেতাদের একসঙ্গে মিলেমিশে কাজ করার নির্দেশ দেন তিনি। এনিয়ে মঙ্গলবার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির লাটাগুড়িতে একটি বিশেষ সাংগাঠনিক সভা করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। পঞ্চায়েত ভোটকে সামনে রেখে এই সভা বলে জানান মন্ত্রী।
আরও পড়ুন-পঞ্চায়েত ভোট শান্তিতেই, বীরভূমে ফিরহাদ
সভায় পঞ্চায়েত ভোট নিয়ে জেলা এবং ব্লক স্তরের নেতাদের সঙ্গে বিভিন্ন বিষয় আলোচনা করেন তিনি। মন্ত্রী বলেন, যেভাবে এর আগে পুরভোটে গ্রামের নেতারা আলিপুরদুয়ার ও ফালাকাটার মাটি কামড়ে থেকে জয় এনেছিলেন পঞ্চায়েত ভোটেও তাই করতে হবে। পাশাপাশি তিনি নেতা ও দলীয় কর্মীদের জনসংযোগে আরও জোর দেওয়ার নির্দেশ দেন। সাধারণ মানুষের সমস্যা যেন দ্রুত শেষ করারও নির্দেশ দেন তিনি। সাধারণ মানুষের সমস্যার কথা শোনা, দ্রুত সেই সমস্যার সমাধান করার চেষ্টা করার পরামর্শ তিনি দিয়েছেন। জেলা জুড়ে এই মুহূর্তে চলছে দুয়ারে সরকার কর্মসূচি, সাধারণ মানুষ যাতে সেই কর্মসূচির সুফল সঠিক ভাবে পায় তার নজর রাখতে নির্দেশ দিয়েছেন জেলার নেতাদের।
আরও পড়ুন-গেট ওয়েল সুন কার্ড পাঠালেন সেচমন্ত্রী
মোট কথা, পঞ্চায়েত ভোটে মানুষ যাতে দু’হাত ভরে তৃণমূলকে আশীর্বাদ করেন সেই দাওয়াই বাতলে যান মন্ত্রী। আলিপুরদুয়ার জেলার বিস্তীর্ণ চা-বাগান, বনবস্তি এলাকার মানুষ ইতিমধ্যেই বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়েছেন, সেই সব মানুষদের অভিজ্ঞতার কথা জেনে বুথে বুথে তা প্রচারে আনতে বলেন তিনি। তাঁর বক্তব্য, বুথ শক্তিশালী করুন তাহলেই কাঙ্ক্ষিত সাফল্য মিলবে, কারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে।