সংবাদদাতা, জলপাইগুড়ি : চাষের জমির চারিদিকে দড়ি টাঙিয়ে একটি নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর ঝুলিয়ে রাখা হয়েছে প্লাস্টিকের বোতল। তার মধ্যে রয়েছে নুড়ি পাথর। অ্যালার্মের কাজ করছে এই পাথরভর্তি বোতল। কী কাজ এই বোতলের? উদ্দেশ্য হাতির হানা থেকে রক্ষা। চাষের জমির কাছে আসার পর হাতির সঙ্গে ওই দড়ির স্পর্শ হলেই ঝনঝন আওয়াজ শুনতে পাচ্ছেন বাসিন্দারা। আর তখনই সার্চ লাইট জ্বালিয়ে বা পটকা ফাটিয়ে হাতির দলকে তাড়াতে সক্ষম হচ্ছে।
আরও পড়ুন-জলপাইগুড়ি-আলিপুরদুয়ারে বার্তা মন্ত্রীর, গ্রাম-শহর এক হয়ে লড়াই
এই অভিনব ভাবনা জলপাইগুড়ি বনবিভাগের মোরাঘাট জঙ্গলের বনবস্তির বাসিন্দাদের। জলপাইগুড়ির অনারারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরি জানান, এই উদ্যোগের ফলে মোরাঘাটের বনবস্তির বাসিন্দারা অনেকটাই উপকৃত হয়েছেন। পাশাপাশি, হাতি তাড়ানোর নাম করে যদি কেউ বিদ্যুতের তারের অপব্যবহার করে থাকে, তাহলে তার বিরুদ্ধে নির্দিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে বন দফতর সূত্রে জানানো হয়েছে। অভিনব এই পদ্ধতি কাজে লাগিয়ে হাতির হানা থেকে ফসল রক্ষা করা অনেকটাই সফল হয়েছে বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা। মোরাঘাট জঙ্গল লাগোয়া বনবস্তির কৃষক সুখরাম ওরাওঁ বলেন, অ্যালার্মের ব্যবস্থা করেছি। এর আওয়াজে হাতির উপস্থিতি টের পেয়ে সজাগ হয়ে আমরা হাতিদের জঙ্গলে পাঠাতে পারছি সহজেই।