সংবাদদাতা, আলিপুরদুয়ার : পঞ্চায়েত ভোটের মুখে বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের রাষ্ট্রমন্ত্রী তথা কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক বেকায়দায়। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আলিপুরদুয়ার জেএম-৩ আদালত। পুরনো একটি চুরির মামলায় এই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বলে জানা গিয়েছে সরকারি আইনজীবী মারফত। ২০০৯ সালে আলিপুরদুয়ার শহরের বীরপাড়া এলাকায় দুটি সোনার দোকানে চুরির অভিযোগে নিশীথের বিরুদ্ধে আলিপুরদুয়ার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। নিশীথ প্রামাণিক ২০১৯ সালে সাংসদ হওয়ার পর ওই মামলাটি বারাসতের এমপি আদালতে স্থানান্তরিত হয়। কিন্তু পরবর্তীতে নিশীথ প্রামাণিকেরই বিশেষ আবেদনের ভিত্তিতে ওই মামলাটি ফের আলিপুরদুয়ার আদালতের পাঠানোর নির্দেশ জারি করে কলকাতা হাইকোর্ট। ওই মামলার শুনানিতেই নিশীথ বা তাঁর আইনজীবী উপস্থিত না থাকার দরুন গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বলে দাবি সরকারি আইনজীবী প্রশান্তনারায়ণ মজুমদারের।
আরও পড়ুন-ফাইভ জি চালু করতে তৈরি রাজ্য
নিশীথের গ্রেফতারি পরোয়ানা বিষটি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে আলোড়ন তৈরি হয়েছে রাজ্য জুড়ে। এ প্রসঙ্গে আলিপুরদুয়ার জেলা তৃণমূলের সভাপতি প্রকাশ চিক বাড়াইক বলেন, বিজেপি চোর, গুন্ডা বদমায়েশের দল, এটা আমরা বারবার বলেছি, এই ঘটনা সেটাকেই প্রমাণ করল। দেশের স্বরাষ্ট্র দফতরের ভার একজন চোরের হাতে দেওয়া আছে। তাহলে বিজেপি শাসনে দেশের অবস্থা কী সকলেই বুঝতে পারছেন। ডিসেম্বর মাসের সাত তারিখে ওই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এই গ্রেফতারি পরোয়ানায় রাজ্যে বিজেপির ভাবমূর্তি যে কালিমালিপ্ত হবে তা বলছে ওয়াকিবহাল মহল।