লন্ডন, ১৫ নভেম্বর : ‘বিগ বেন’-এর দাপটে তিন বছরের মধ্যে জোড়া বিশ্বকাপ জিতে নতুন নজির গড়েছে ইংল্যান্ড। ২০১৯-এ পঞ্চাশ ওভারের বিশ্বকাপ জয়ের পর সদ্য টি-২০ বিশ্বকাপও ঘরে তুলেছে ইংরেজরা। আর দু’বারই ইংল্যান্ডের কাপ জয়ের কান্ডারি বেন স্টোকস। অথচ, ৩১ বছরের ইংলিশ অলরাউন্ডার গত বছর ওয়ান ডে থেকে আচমকা অবসর নিয়ে ফেলেন। তিন ফরম্যাটে খেলার ধকল কমাতেই এই সিদ্ধান্ত বলেই জানিয়েছিলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। কিন্তু ইংল্যান্ড শিবির নতুন করে আশায়, ওয়ান ডে’র বিশ্বখেতাব ধরে রাখতে আগামী বছর ভারতে ওয়ান ডে বিশ্বকাপের আগে অবসর ভেঙে ফিরবেন স্টোকস।
আরও পড়ুন-আদিবাসী শিক্ষার প্রসারে উদ্যোগ
সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের অধিনায়ক ম্যাথু মট জানিয়েছেন, তাঁর আশা, ওয়ান ডে থেকে অবসরের সিদ্ধান্ত বদলাবেন স্টোকস। মট বলেছেন, ‘‘আমি বেনের যে কোনও সিদ্ধান্তকে সম্মান করি। কিন্তু আমি ওকে বলেছিলাম, তোমার এখনই অবসর নেওয়ার প্রয়োজন নেই। তুমি বরং কিছু সময়ের জন্য ৫০ ওভারের ক্রিকেট খেলো না। তুমি যে কোনও সময় চাইলে ফিরতে পারো।’’ ইংল্যান্ডের সদ্য বিশ্বজয়ী কোচ আরও বলেন, ‘‘আরও একটা বিশ্বকাপের বছর আসছে। পরের বছর বেশি টি-২০ আমরা খেলব না। এখন সিদ্ধান্তটা বেনের উপর। আমাদের আশা, ও অবসরের সিদ্ধান্ত বদলাবে। বেন হল থ্রি-ডি প্লেয়ার। সাদা বলে আমাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার।’’