সংবাদদাতা, জলপাইগুড়ি : দীর্ঘ প্রতীক্ষার অবসান। বুধবার থেকে সরকারি ভাবে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের (Jalpaiguri Medical College) ছাত্র-ছাত্রীদের নিয়ে পঠনপাঠন শুরু হল। ৮২ জন ছাত্র-ছাত্রীদের নিয়ে শুরু হল পঠনপাঠন। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের (Jalpaiguri Medical College) স্থায়ী পরিকাঠামোর শুভ শিলান্যাস করেন৷ এর পরেই জলপাইগুড়ি সদর হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে অস্থায়ী পরিকাঠামোতে শুরু হয় মেডিক্যাল কলেজের কাজ। চলতি বছর থেকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে শুরু হয় ছাত্র ভর্তি। প্রতি বছর ১০০ করে ছাত্র ছাত্রী ভর্তি হতে পারবে এখানে৷ ৩২৫ কোটি টাকা ব্যায় করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের বিপরীতে প্রায় ১৬ একর ও জলপাইগুড়ি ফার্মাসি কলেজের মাঠে শুরু হয়েছে স্থায়ী পরিকাঠামোর কাজ। এখানে দুটি ক্যাম্পাসে গড়ে উঠছে মেডিক্যাল কলেজ।