প্রতিবেদন : আমি কন্যাশ্রী। বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের আড়রা অঞ্চলে আমাদের বাড়ি। বাবা পাড়ায় পানের দোকান চালান। ওই সামান্য রোজগারে সংসার চালাতে গিয়ে বাবা হিমশিম খেয়ে যান। এই পরিস্থিতিতেও অনেক কষ্ট করে সরকারি স্কুল থেকে পাশ করেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিনব প্রকল্প ‘কন্যাশ্রী’-র ২৫ হাজার টাকা পেয়েছি, যা দিয়ে আরও পড়াশোনা চালিয়ে যাচ্ছি। বর্তমানে ডিএড-এ ভর্তি হয়েছি। কন্যাশ্রী না পেলে বাবার পক্ষে কখনওই পড়ানোর খরচ চালানো সম্ভব হত না। দিদির ‘কন্যাশ্রী’ আমাকে অনেক বড় হওয়ার সুযোগ করে দিচ্ছে।