প্রতিবেদন : পথকুকুরকে বাড়িতে নিয়ে গিয়ে শেকলে বেঁধে রাখা গ্রহণযোগ্য নয়। বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি জে কে মাহেশ্বরীর বেঞ্চ জানিয়েছে, পথকুকুরকে দত্তক নেওয়া ও তাদের বন্দি করে রাখা কখনওই কাম্য নয়।
আরও পড়ুন-আফতাবের ৫ দিনের হেফাজত, বহু প্রশ্নের উত্তর অধরা, জলের বিল দেখেই তাজ্জব পুলিশ
বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ তার নির্দেশে জানিয়েছিল, কোনও ব্যক্তির পথকুকুরকে খাওয়ানোর ইচ্ছা হলে তিনি সেটিকে প্রথমে দত্তক নিতে পারেন বা বাড়িতেও আনতে পারেন। তবে সেক্ষেত্রে পুরসভায় নথিভুক্ত করতে হবে এবং চাইলে ডগ শেল্টার হোমেও রাখা যেতে পারে। যখন নিজে যত্ন নিতে পারবেন তখনই যেন তিনি কুকুরকে খাওয়ান। হাইকোর্টের নির্দেশের এই অংশেই স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, কুকুরকে খাওয়ানোর নামে কোনও গন্ডগোল যাতে না হয় সেটি নিশ্চিত করা দরকার। কুকুরদের খাওয়ানোর জন্য পুরসভাকে নির্দিষ্ট জায়গা করতে হবে। সর্বোচ্চ আদালত জানিয়েছে, পথকুকুর ও মানুষ উভয়ই সমস্যা তৈরি করে। এই বাস্তবতা নিয়ে সচেতন থাকতে হবে। পথকুকুরকে খাওয়ানো হবে না এটাও আমরা চাইছি না। আবার যাঁরা খাওয়াতে চাইছেন তাঁদের আমরা এমন নির্দেশ দিতে পারি না যে কুকুরদের দত্তক নিতে বা শেল্টারে রাখতে হবে।