সংবাদদাতা, পুরুলিয়া : অখিল গিরির কুকথা নিয়ে তাঁর দল সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী স্বয়ং ক্ষমা চেয়েছেন। বিপরীতে বিরোধী দলনেতা একই অপরাধ করেও দিব্যি গলাবাজি করছেন। তাঁর দলের মাথারাও নিশ্চুপ। এরই সমুচিত জবাব দিলেন পুরুলিয়ার আদিবাসী জনগণ। তাঁরা বয়কট করলেন বিজেপির অনুষ্ঠান। অযোধ্যা হিলটপে ঘটা করে তিনদিনের জনজাগরণ কর্মসূচির ডাক দিয়েছিল বিজেপি। মঞ্চ বাঁধা ছিল। গুটিকয়েক বিজেপি কর্মী ঘোরাঘুরিও করলেন। কিন্তু দেখা মিলল না একজন শ্রোতারও। অবশেষে মাঠ ফাঁকা দেখে রণে ভঙ্গ দিতে হল বিজেপিকে। এলাকার মানুষের সাফ কথা, যাঁরা আদিবাসীদের অপমান করেন, তাঁদের তাঁরা বয়কটই করেন।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীরই দেখা স্বপ্নের পথ ধরে এগোচ্ছে বাংলা
অযোধ্যা পাহাড়ের আদিবাসী নেতা অখিল সিং সর্দার জানিয়েছেন, মঙ্গলবার থেকে হিলটপ ময়দানে তিনদিনের জনজাগরণ কর্মসূচি নিয়েছিল বিজেপি। মানুষ ব্যস্ত ছিলেন ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী পালনে। ইতিমধ্যে জানা যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্ত্রী বীরবাহা হাঁসদা সম্পর্কে অশালীন মন্তব্য করেছেন। ক্ষোভে ফুঁসে ওঠে আদিবাসী মহল। তাতেই বিজেপির অনুষ্ঠানে কেউ যাননি। ওঁরা বলছেন, জঙ্গলমহলে আদিবাসীদের অপমান মেনে নেওয়া হবেই না, এভাবেই প্রতিবাদ হবে। কেন মাঠে একজন লোকও এলেন না, তা জানানোর মতো কোনও বিজেপি কর্মীও শেষ অবধি ছিলেন না মঞ্চের আশপাশে।