প্রতিবেদন : ট্যুইটারের মালিকানা হাতে পাওয়ার পরই সংস্থায় খোলনলচে বদল করছেন এলন মাস্ক। গত মাসে সংস্থার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই ট্যুইটারের সিইও পরাগ আগরওয়াল-সহ বেশ কয়েকজন কর্মীকে সরিয়ে দেন মাস্ক। তারপর আরও কয়েকজন শীর্ষ কর্তার চাকরি যায়। কোপ পড়ে সংস্থার সাধারণ কর্মীদের উপর।
আরও পড়ুন-১৮ বছরের কম বয়সিদের জন্য নিষিদ্ধ মোবাইল ফোন
এবার কর্মীদের উদ্বেগ আরও বাড়িয়ে মেল করলেন মাস্ক। প্রত্যেক কর্মীকে এক লাইনের প্রশ্ন করেছেন তিনি। যার উত্তরও দিতে হবে এক কথায়। উত্তর না দিলে চাকরি চলে যাওয়ারও সম্ভাবনা প্রবল। সংস্থায় যে-সব কর্মী রয়ে গিয়েছেন তাঁদের অনেক বেশি মনোযোগ দিয়ে কাজ করতে বলেছেন মাস্ক। কর্মীদের তিনি বার্তা দিয়েছেন, চাকরি বজায় রাখতে হলে অনেক বেশি সময় ধরে কাজ করতে ও কর্মঠ হতে হবে। অন্যথায় সংস্থা থেকে বেরিয়ে যেতে হবে। মেলে কর্মীদের প্রশ্ন করা হয়েছে, তাঁরা এই শর্তে কাজ করতে রাজি কি না।
আরও পড়ুন-দুধপুকুর পরিস্রুতকরণ
মাস্ক তাঁর পাঠানো মেলে লিখেছেন, আপনি কি ট্যুইটারে থাকতে চান? এই প্রশ্নের উত্তর দেওয়ার একটাই অপশন- হ্যাঁ। এই উত্তরের পাশে টিক দিয়ে ফর্ম সাবমিট করতে হবে। বৃহস্পতিবার নিউ ইয়র্কের স্থানীয় সময় ৫টা পর্যন্ত সময় রয়েছে কর্মীদের কাছে। তার মধ্যেই দিতে হবে জবাব। কিন্তু এমন প্রশ্নের উত্তরে হ্যাঁ লেখার আগে চিন্তায় পড়ে গিয়েছেন কর্মীরা।