প্রতিবেদন : নদীভাঙনের সমস্যায় জেরবার রাজ্য। কিন্তু বারবার দৃষ্টি আকর্ষণ করলেও তাপ-উত্তাপ নেই কেন্দ্রের মোদি সরকারের। তাই ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে শুক্রবার ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee- Narendra Modi)। জলশক্তি মন্ত্রক যাতে এ বিষয়ে সদর্থক পদক্ষেপ গ্রহণ করে, সেই আর্জিও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন-মেঘালয়ে অভিষেকের ঘোষণা: রাজ্যের ভূমিপুত্রই হবেন মুখ্যমন্ত্রী
গঙ্গা-পদ্মা আর ফুলহার নদীর গ্রাসে তলিয়ে যাচ্ছে সীমান্তবর্তী মালদা, মুর্শিদাবাদ ও নদিয়ার বিস্তীর্ণ গ্রাম। চাষের জমি থেকে বসতভিটে— সব গিলে নিচ্ছে তিন নদী। সেই চলতি বছরের ২১ ফেব্রুয়ারি বাংলাদেশ সীমান্তবর্তী তিন জেলায় নদীভাঙনের সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী (Mamata Banerjee- Narendra Modi)। কিন্তু তারপরেও কোনও পদক্ষেপ করা হয়নি কেন্দ্রের তরফে। কাজেই বাধ্য হয়েই রাজ্য সরকার আড়াইশো কোটি টাকা খরচ করে বাঁধ নির্মাণ ও মেরামত করেছে। সেকথা উল্লেখ করে চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘গত ১৫ বছরে তিন জেলার প্রায় ২৮০০ হেক্টর কৃষিজমি নদীগর্ভে চলে গিয়েছে৷ সরকারি-বেসরকারি মিলিয়ে প্রায় এক হাজার টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে৷ রাজ্যের তরফে একাধিকবার কেন্দ্রকে নদীভাঙন রোধে উদ্যোগী হতে অনুরোধ করা হলেও কাজ হয়নি৷ ‘গঙ্গা–পদ্মার দু’পাড় সংলগ্ন ৩৭টি জায়গায় অবিলম্বে ভাঙন প্রতিরোধে কাজ শুরু করা প্রয়োজন৷ যার জন্য প্রায় ৫৭১ কোটি টাকা দরকার।’ ভাঙন সমস্যা রোধে কেন্দ্রের কাছ থেকে যে প্রয়োজনীয় আর্থিক সাহায্য মিলছে না তা উল্লেখ করে মমতা লিখেছেন, ‘জলশক্তি মন্ত্রক দায়িত্ব না নেওয়ায় রাজ্যের তরফেই প্রায় আড়াইশো কোটি টাকা খরচ করে নদীভাঙন রোধের কাজ শুরু করা হয়েছে৷’ রাজ্যের পক্ষে যে এত বিপুল অর্থব্যয় কঠিন হয়ে দাঁড়াচ্ছে, তাও প্রধানমন্ত্রীকে জানিয়েছেন মু্খ্যমন্ত্রী৷