নয়াদিল্লি : ইলেকট্রনিক্স এবং তথ্য-প্রযুক্তি মন্ত্রক শুক্রবার নতুন খসড়া ডেটা সুরক্ষা বিল প্রকাশ করেছে। এটি ডেটা সুরক্ষা বিলের দ্বিতীয় সংস্করণ। বৃহৎ প্রযুক্তি সংস্থা এবং নাগরিক সমাজের প্রতিবাদে প্রথম সংস্করণটি তিন মাস আগে প্রত্যাহার করা হয়। ডিজিটাল ব্যক্তিগত ডেটা সুরক্ষা বিল, ২০২২-এর খসড়ায় একাধিক শর্ত লঙ্ঘনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
আরও পড়ুন-স্বচ্ছ পুর প্রশাসনের স্বার্থে বিল আসছে বিধানসভায়, ক্ষমতা বাড়ছে আধিকারিকদের
খসড়ার ধারাগুলি সম্পর্কে জনগণের পরামর্শের জন্য ১৭ ডিসেম্বর পর্যন্ত সময় নির্দিষ্ট হয়েছে। চূড়ান্ত সংস্করণটি সামনের বছর সংসদের বাজেট অধিবেশনে উত্থাপন করা হবে বলে অনুমান। প্রস্তাবিত খসড়ায় ভারতের ভৌগোলিক সীমার মধ্যে ডেটার স্থানীয় স্টোরেজের ক্ষেত্রে আন্তঃসীমান্ত ডেটা প্রবাহে উল্লেখযোগ্য ছাড় দেওয়া হয়েছে। ব্যক্তিগত ডেটা লঙ্ঘন রোধে যুক্তিসঙ্গত সুরক্ষা নিতে ব্যর্থ সংস্থাগুলিকে ২৫০ কোটি টাকা পর্যন্ত জরিমানা করার বিধান রাখা হয়েছে খসড়ায়। যদি কোনও সংস্থা ডেটা লঙ্ঘন সম্পর্কে ব্যবহারকারীদের অবহিত করতে ব্যর্থ হয় তবে জরিমানা ২০০ কোটি টাকা পর্যন্ত হতে পারে। সংস্থাগুলি শিশুদের গোপনীয়তা রক্ষা করতে ব্যর্থ হলে অনুরূপ জরিমানা আরোপ করা হবে। নতুন বিলে জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত শর্ত অক্ষুণ্ণ রাখা হয়েছে।