দীর্ঘ দিনের যুদ্ধ অবশেষে থামল। আজ রবিবার ১২.৫৯ প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrilla Sharma)। বয়স ছিল ২৪। হঠাৎ করেই মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়েছিল। অস্ত্রোপচারও করা হয়। এক সপ্তাহে একাধিক বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাঁর। হাসপাতালের বিছানায় শুয়ে দীর্ঘ লড়াই চালালেও ডাক্তারদের সব প্রচেষ্টা ব্যর্থ করে আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আরও পড়ুন-বিজেপির বর্বরোচিত আচরণ, অমানবিকভাবে মারধর সংগঠককে
লড়াইটা শুরু হয়েছিল ২০১৫-এ। ঐন্দ্রিলা সেই সময় একাদশ শ্রেণির ছাত্রী। ওই কাঁচা বয়সেই শরীরে থাবা বসায় মারণ রোগ, ‘ক্য়ানসার’। দুবার ক্যানসারকে হারিয়ে, কেমোথেরাপি করিয়ে সুস্থ হয়ে ওঠেন। কাজেও ফিরেছিলেন। ওয়েব সিরিজ, সিনেমায় অবাক কিছুতেই অভিনয় করেন। হঠাৎ করেই তাঁর ব্রেন স্ট্রোক। সেখানেও লড়েছিলেন। জানা গিয়েছিল গতকাল রাতে তার ১০ বার কার্ডিয়াক এরেস্ট হয়। তারপরেই সব আশা হারিয়ে ফেলেন আত্মীয় পরিজনরা।