আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : শনিবার ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে যায় প্রায় ৫১টি বাড়ি। তবে দমকলের তৎপরতায় ক্ষুদিরামপল্লির রানাবসতি এলাকার দুর্ঘটনার তীব্রতা এড়ানো গিয়েছে। শিলিগুড়ি পুরসভার (Siliguri Municipality) তরফ নেওয়া হয়েছে দ্রুত ব্যবস্থা। মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার কাজের জন্য শহরে নেই, কিন্তু টেলিফোনেই তাঁরা যাবতীয় খোঁজখবর রাখছেন। পুরকর্মী (Siliguri Municipality), কাউন্সিলর এবং বোরো চেয়ারম্যানদের সঙ্গে যোগাযোগ রাখছেন তাঁরা। সাহায্যের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। তিন নম্বর বোরো কমিটির চেয়ারম্যান মিলি সিনহা ও কাউন্সিলার সঞ্জয় শর্মা সবসময়ই রয়েছেন ক্ষতিগ্রস্ত এলাকায়। দুর্গতদের যে অস্থায়ী ক্যাম্পে রাখা হয়েছে সেখানেও খোঁজ-খবর নিচ্ছেন তাঁরা। রবিবার দুপুরে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে আসেন। গোটা এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলেন তিনি। পাশে থাকার আশ্বাস দিয়েছেন এমনকী সরকারিভাবে তাঁরা যাতে ক্ষতিপূরণ পান সে বিষয়টিও দেখার আশ্বাস দিয়েছেন। অগ্নিকাণ্ডের সময় বিদ্যুৎ দফতরের তরফে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। রবিবার বিদ্যুৎ দফতরের কর্মীরা ফের সংযোগ করে দেন।

আরও পড়ুন-সভাপতিদের নামের তালিকা ঘোষণা

Latest article