সংবাদদাতা, দুর্গাপুর : দুর্গাপুর ইস্পাত কারখানা (Durgapur Steel Factory) কর্তৃপক্ষের হুঁশ ফিরছে না। ফলে ফের ভয়াবহ দুর্ঘটনা। প্রাণ গেল এক ঠিকাশ্রমিকের। আহত বেশ কয়েকজন ঠিকাশ্রমিক। রবিবার সকালে কারখানার (Durgapur Steel Factory) ২ নম্বর ব্লাস্ট ফার্নেস বিভাগে। শ্রমিকদের একাংশের দাবি, কর্তৃপক্ষের গাফিলতিতেই এই ভয়াবহ দুর্ঘটনা। জানা গিয়েছে, পল্টু বাউড়ি, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত গোপ, গোপীরাম-সহ বেশ কয়েকজন ঠিকাকর্মী ‘পার্মানেন্ট ওয়ে ইঞ্জিনিয়ারিং (পিডব্লুই) বিভাগে রেললাইন মেরামতি করছিলেন। মেরামতির কাজ চলার সময় আচমকা লোকোর স্পিড বেড়ে যায়। ফলে লোকোর মধ্যে থাকা ফুটন্ত তরল লোহা ছিটকে পড়ে কর্মরত ওই শ্রমিকদের গায়ে। ঘটনাস্থলেই প্রাণ হারান পল্টু। তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় বিধাননগরে এক বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বারবার ভয়াবহ দুর্ঘটনা ও শ্রমিকদের জীবনহানির ঘটনায় শ্রমিকমহলে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে। কারখানা তৃণমূল ঠিকাশ্রমিক সংগঠন ছাড়াও সিটু, ইনটাক ও বিএমএস পক্ষ থেকেও দুর্ঘটনার জন্য দায়ী সংশ্লিষ্ট অফিসারদের কঠোর শাস্তির দাবি করা হয়েছে। একই সঙ্গে নিহত ও আহত শ্রমিক পরিবারের পোষ্যের স্থায়ী চাকরি ও অন্য ক্ষতিপূরণের দাবি তোলা হয়েছে। উল্লেখ্য, ২০১৭-র ২০ নভেম্বর ভোরে এই ব্লাস্ট ফার্নেসেই বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস লিক করে প্রাণ হারান দুই ঠিকাশ্রমিক। গুরুতর অসুস্থ হয়ে পড়েন জনা দশেক। পাঁচ বছর পর ফের একই বিভাগে দুর্ঘটনা।
আরও পড়ুন-আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন