দোহা, ২১ নভেম্বর : আট বছর পর বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ পেয়েই জয়ের মুখ দেখল নেদারল্যান্ডস (Netherlands vs Senegal)। সোমবার ডাচরা ২-০ গোলে হারাল আফ্রিকান চ্যাম্পিয়ন সেনেগালকে। তবে তিন পয়েন্ট পেলেও লুইস ভ্যান গলের ফুটবলারদের খেলা হতাশ করেছে।
টোটাল ফুটবলের জন্ম নেদারল্যান্ডসে। কিন্তু এদিন ঘুমপাড়ানি ফুটবল খেলেছেন ফ্র্যাংকি ডি’জংরা। প্রথম গোলের জন্য নেই নেই করে ৮৩ মিনিট অপেক্ষা করতে হয়েছে ডাচদের। অন্যদিকে, সাদিও মানের মতো তারকাকে ছাড়াই অনুপ্রাণিত ফুটবল উপহার দিয়েছে সেনেগাল। ডাচদের প্রায় আটকেই দিয়েছিলেন এডুয়ার্ড মেন্ডিরা। দুর্ভাগ্য, শেষ দিকে দুটো গোল হজম করতে হল তাঁদের।
আরও পড়ুন-ইংল্যান্ডের তারুণ্যের কাছে উড়ে গেল ইরান
খেলার শুরু থেকেই এলোমেলো ফুটবল খেলেছে নেদারল্যান্ডস (Netherlands vs Senegal)। কোনও আক্রমণই দানা বাঁধছিল না ডাচদের। বরং পাল্টা আক্রমণ শানিয়ে বারবার কমলা বাহিনীর রক্ষণকে পরীক্ষার মুখে ফেলছিল সেনেগাল। তবে ১৯ মিনিটে সেনেগালের গোলকিপার মেন্ডিকে একা পেয়েও গোল করতে পারেননি নেদারল্যান্ডসের ডি’জং। বিরতির আগে এটাই ছিল ডাচদের একমাত্র সুযোগ। তবে বিরতির পর গোলের জন্য ঝাঁপিয়েছিল নেদারল্যান্ডস। কিন্তু কিছুতেই গোলের দেখা মিলছিল না। মরিয়া হয়ে ৬১ মিনিটে মেমফিস ডিপেকে মাঠে নামিয়ে দেন ভ্যান গল। তবে ডিপে যে পুরোপুরি ফিট নন, সেটা স্পষ্ট বোঝা গিয়েছে। এরই মধ্যে প্রতি আক্রমণে উঠে প্রায় গোল করে বসেছিল সেনেগাল। কিন্তু ইদ্রিশা গুয়ের জোরালো শট বাঁচিয়ে দেন ডাচ গোলকিপার নোপোর্ট।
অবশেষে ৮৪ মিনিটে ডি’জংয়ের ভাসানো সেন্টার থেকে হেডে গোল করে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন কোডি গ্যাকপো। এরপর ৯৯ মিনিটে সেনেগালের কফিনে শেষ পেরেক পুঁতে দেন ডেভি ক্লাসেন।