ভূমিকম্প সলোমন দ্বীপপুঞ্জে (Solomon Island- Earthquake)। মঙ্গলবার সকালে কেঁপে উঠল সলোমন দ্বীপপুঞ্জ। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.০। কয়েক সেকেন্ডের জন্য এই কম্পন অনুভূত হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কম্পন অনুভূত হওয়ার পরই একাধিক বাড়ি কেঁপে ওঠে। এর জেরে রাজধানীর হেরিটেজ পার্ক হোটেলে বিপুল ক্ষতি হয়েছে বলে খবর।
আরও পড়ুন-যন্ত্রমানব
আগেই সলোমন (Solomon Island- Earthquake) উপকূলের ৩০০ কিলোমিটারের মধ্যেও সুনামি সতর্কতা জারি হয়েছিল। আর তার ঠিক পরেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল সলোমন দ্বীপপুঞ্জ। হতাহতের কোনও খবর না মিললেও একে একটি শক্তিশালী ভূমিকম্প হিসাবেই দেখছেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, সোমবার সকালে ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৬। কয়েক সেকেন্ডের এই ভূমিকম্পেই কমপক্ষে ১৬২ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ৭০০ জনেরও বেশি মানুষ।