মায়ানমারের (Myanmar) সাগাইং রাজ্যে জুন্টা বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ বিদ্রোহীদের। এই সংঘর্ষে জুন্টা বাহিনীর কমপক্ষে ৭০ জন সেনা নিহত হয়েছে। বহু সেনা জখম হয়েছে বলে দাবি করেছে পিপলস ডিফেন্স ফোর্স। গত তিনদিনে সাগাইং বাদে অন্য রাজ্যগুলিতে (Myanmar) বিদ্রোহীদের হামলায় অন্তত ৩৭ জন সেনা প্রাণ হারিয়েছে। অপরদিকে দু’জন বিদ্রোহীর মৃত্যু হয়েছে। অন্যদিকে জুন্টা বাহিনীর পাল্টা আঘাতে সাগাইংয়ে ৬০ জনের বেশি বিদ্রোহী জখম হয়েছে। এদিকে সব রাজনৈতিক বন্দিকে মুক্তি দিতে সামরিক জুন্টা সরকারের আরও চাপ বাড়িয়েছে আন্তর্জাতিক মহল। চলতি সপ্তাহেই চার বিদেশি-সহ ছয় হাজার বন্দিকে মুক্তি দিয়েছে জুন্টা সরকার। মুক্তি পেয়ে টোকিও পৌঁছেছেন জাপানি চলচ্চিত্র পরিচালক তরু কুবতা।