কেন্দ্রীয় মন্ত্রীর গ্রেফতারির দাবিতে ফ্লেক্স

এই ঘটনায় মঙ্গলবার তুফানগঞ্জের মারুগঞ্জ বাজারে চোর ধরো জেল ভরো স্লোগান তুলে বিক্ষোভ মিছিল করে তৃণমূল কংগ্রেস।

Must read

সংবাদদাতা, কোচবিহার : সোনার দোকানে চুরির মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। এই ঘটনায় মঙ্গলবার তুফানগঞ্জের মারুগঞ্জ বাজারে চোর ধরো জেল ভরো স্লোগান তুলে বিক্ষোভ মিছিল করে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি এদিন জেলা জুড়ে নিশীথ প্রামাণিকের দ্রুত গ্রেফতারের দাবিতে ‘চোর ধরো জেল ভরো’ স্লোগানের ফ্লেক্স লাগাল তৃণমূল কংগ্রেস। এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুন-শিলিগুড়ির অগ্নিকাণ্ডে প্রশাসনের ব্যবস্থা, তৈরি হবে ৫০ বাড়ি, ক্ষতিগ্রস্তদের পুর্নবাসন, বরাদ্দ ৫০ লক্ষ

এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, আমাদের লজ্জা সোনার দোকানে চুরির মামলায় সাংসদ নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। নিশীথ প্রামাণিকের পাপকর্ম থেকে মুক্তির জন্য ‘চোর ধরো জেল ভরো’ এই পোস্টার আমরা সারা জেলা জুড়ে আমরা ফ্লেক্স লাগিয়েছি। আদালতের সমন তোয়াক্কা না করে সাংসদ নিশীথ প্রামাণিক দিল্লি, দেশ-বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। কোচবিহারের মানুষ সাংসদকে দেখা পাচ্ছেন না। নিশীথ প্রামাণিকের মন্ত্রী পদ থেকে ইস্তফা এবং তাঁকে দ্রুত গ্রেফতারের দাবিতে আমাদের এই কর্মসূচি।

Latest article