ম্যাঞ্চেস্টার, ২২ নভেম্বর : বৃহস্পতিবার ঘানার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। তার ঠিক ৪৮ ঘণ্টা আগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে সম্পর্ক শেষ করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। মঙ্গলবার ক্লাবের তরফ থেকে এক প্রেস বিবৃতিতে রোনাল্ডোর সঙ্গে চুক্তি বাতিলের খবর জানিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন-রাজ্যপালের শপথগ্রহণ অনুষ্ঠানে বিরোধী দলনেতার অনুপস্থিতির যুক্তিকে কটাক্ষ কুণাল ঘোষের
ম্যান ইউয়ের ওয়েবসাইটে পোস্ট করা এই বিবৃতিতে জানানো হয়েছে, ক্লাবের সঙ্গে মৌখিক ভাবে বিচ্ছেদ হয়ে গিয়েছে রোনাল্ডোর। দুই পর্বে ওল্ড ট্রাফোর্ডে তাঁর অবদানের জন্য সিআর সেভেনকে ধন্যবাদ জানানো হয়েছে। সঙ্গে এটাও জানানো হয়, কোচ এরিক টেন হ্যাগের নেতৃত্বে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড আগামী দিনে আরও উচ্চতায় পৌঁছে যাবে। এটা যে হতে চলেছে, সেটা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে রোনাল্ডো যেভাবে কোচ টেন হ্যাগ এবং ম্যান ইউয়ের প্রতি বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন, তাতে এই বিচ্ছেদ ছিল শুধুই সময়ের অপেক্ষা। এবার রোনাল্ডো বিশ্বকাপে কেমন পারফরম্যান্স করেন এখন সেটাই দেখার। তবে বিশ্বকাপের পরেই যে সিআর সেভেনের গায়ে নতুন ক্লাবের জার্সি উঠছে, তা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই।