উত্তরপ্রদেশ, অরুণাচলপ্রদেশ এবং আন্দামানের পর এবার ভূমিকম্পে কেঁপে উঠল মেঘালয় (Earthquake in Meghalaya)। বৃহস্পতিবার ভোরবেলা মেঘালয়ের টুর অঞ্চল কেঁপে ওঠে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৪। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে। যদিও এই ঘটনায় এখনও কোনও হতাহতের খবর মেলেনি। তবে এর ফলে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, বুধবার রাত ৩টে ৪৬ মিনিট নাগাদ মেঘালয়ে (Earthquake in Meghalaya) ভূমিকম্প হয়। টুরা থেকে ৩৭ কিলোমিটার উত্তর-পূর্বে পার্বত্য এলাকায় কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৪।তবে এখনও অবধি এই ভূমিকম্পের পর কোনও আফটার শক অনুভূত হয়নি।
আরও পড়ুন: নিয়োগে করতে চাইলেই বারবার মামলা আদালতে যাচ্ছে, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী
চলতি মাসের শুরু থেকেই একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠছে একাধিক এলাকা। গত ৮ নভেম্বর প্রথম ভূমিকম্প অনুভূত হয় দিল্লিতে। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৬.৩। পরে জানা যায়, নেপালে পরপর ভূমিকম্প ও আফটার শকের কারণেই দিল্লি ও উত্তরপ্রদেশের কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছিল। এরপরে ফের ভূমিকম্প হয় দিল্লিতে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪। এরপর একে একে পাঞ্জাব, অরুণাচল প্রদেশ ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও ভূমিকম্প হয়।
তবে একমাসেই পরপর দেশের একাধিক এলাকায় ভূমিকম্প হওয়ায় উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি গোটা বিষয়টি খতিয়ে দেখছে।