প্রতিবেদন : রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি এবার কলকাতা পুর এলাকাতেও জমি ও বাড়ির স্বয়ংক্রিয় রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। এবার কলকাতায় বাড়ি বা ফ্ল্যাট (Mutation of Flat) কেনার সঙ্গে সঙ্গেই তার মিউটেশন হয়ে যাবে। এতদিন আলাদা করে পুরসভায় গিয়ে আবেদন জানাতে হত, তাতে হয়রানির শিকার হতেন বাড়ির মালিকরা। সম্প্রতি বিধানসভায় আইন সংশোধন করে সম্পত্তি রেজিস্ট্রেশনের সময়েই মিউটেশনের (Mutation of Flat) পরিষেবা চালুর কথা ঘোষণা করেন পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, অনেকেই পুরকর ফাঁকি দিতে জমি-বাড়ি রেজিস্ট্রির পর মিউটেশন করায় না। ফেলে রাখে। নতুন বিলের ফলে জমি রেজিস্ট্রি করলে সরাসরি তার মিউটেশন হয়ে যাবে। এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত। এতে প্রশাসনিক স্বচ্ছতা আসবে। নাগরিকদের হয়রানি কমবে। একইসঙ্গে ১৫ থেকে ৩০ দিনের মধ্যে অনলাইনে বাড়ির প্ল্যান অনুমোদনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে পুরমন্ত্রী জানিয়েছেন। উল্লেখ্য, রাজ্যের বাকি বিভিন্ন পুরসভা ও পঞ্চায়েত এলাকায় এই প্রক্রিয়া আগেই শুরু হয়েছে।
আরও পড়ুন-ব্যস্ততম রাস্তায় রক্ষণাবেক্ষণে গতি আনতে বিশেষ উদ্যোগ