ফের পথদুর্ঘটনা বাইপাসে (Bypass- Car Accident)। বাইপাসের উপর গাড়ির দুরন্ত গতির জেরে পথদুর্ঘটনায় আহত ১ পুলিশকর্মী ও ১ পথচারী। এই মুহূর্তে তাঁরা হাসপাতালে ভর্তি। রবিবার, দুপুরে বেলেঘাটার দিক থেকে উল্টোডাঙা দিয়ে একটি গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল। বেঙ্গল কেমিক্যালের কাছে রাস্তার ডিভাইডারে উঠে যায় গাড়িটি। এরপরও কমেনি গাড়ির গতি। প্রথমে ডিভাইডারে দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মীকে ধাক্কা মারে। এরপর এক পথচারীকেও ধাক্কা মারে গাড়িটি। সেটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে।
আরও পড়ুন: বহুমাত্রিক লেখনীর স্রষ্টা ছিলেন উপেক্ষিত কথাসাহিত্যিক আবদুল জব্বার
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দ্রুত গতির কারণেই দুর্ঘটনাটি (Bypass- Car Accident) ঘটে। গতির জন্যেই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে সোজা ধাক্কা মারেন গাড়ির চালক। ধাক্কার তীব্রতায় গাড়ির মধ্যে থাকা এয়ারব্যাগও খুলে যায়। যদিও গাড়ির চালকের বিষয়েও এখনও বিশদে জানা যায়নি। বাইপাসের উপর এই দুর্ঘটনার জেরে বাইপাশে বেশ কিছুক্ষণের জন্য যানযট তৈরি হয়। পুলিশ ক্রেন এনে ঘটনাস্থল থেকে গাড়িটিকে সরিয়ে দিয়ে চলাচল স্বাভাবিক করে।