প্রতিবেদন : ঘরের মাঠে ওড়িশা ম্যাচে বিপর্যয়ের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরল ইস্টবেঙ্গল (East Bengal- Jamshedpur FC)। জামশেদপুর এফসি-কে অ্যাওয়ে ম্যাচে ৩-১ গোলে হারিয়ে দিল তারা। চলতি আইএসএলে তৃতীয় জয় পেল স্টিফেন কনস্ট্যান্টাইনের দল। তিনটি জয়ই এল অ্যাওয়ে ম্যাচে। জোড়া গোল করে লাল-হলুদের জয়ের নায়ক ব্রাজিলীয় স্ট্রাইকার ক্লেটন সিলভা। অন্য গোলটি করেন ভিপি সুহের। তবে তিনটি গোলে সহায়তা করে দুর্দান্ত খেলে ম্যাচের সেরা হলেন নাওরেম মহেশ সিং। এই জয়ের ফলে ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবলে অষ্টম স্থানে উঠে এল ইস্টবেঙ্গল। গতবারের লিগ-শিল্ডজয়ী জামশেদপুর এফসি (Jamshedpur FC) চার পয়েন্ট নিয়ে থাকল দশ নম্বরেই।
জামশেদপুরের (East Bengal- Jamshedpur FC) বিরুদ্ধে সাবধানী থেকে প্রতিআক্রমণ নির্ভর ফুটবলেই জোর দিয়েছিল ইস্টবেঙ্গল। লাল-হলুদের সাহেব কোচ আনফিট কিরিয়াকুকে বাইরে রেখেই প্রথম একাদশ সাজিয়েছিলেন। তবে নাওরেম, ক্লেটন, সুহেরদের জন্য ম্যাচে ইস্টবেঙ্গল ভাল খেলল। খেলার দু’মিনিটের মাথায় নাওরেমের সেন্টার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন সুহের। ২৬ মিনিটে নাওরেম-ক্লেটনের যুগলবন্দিতে ব্যবধান বাড়ায় ইস্টবেঙ্গল। নাওরেমের মাপা পাস থেকে ডান পায়ের টাচে গোল করেন ক্লেটন। ৪০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমায় জামশেদপুর। গোল করেন থমাস। ৫৮ মিনিটে ফের নাওরেম-ক্লেটনের যুগলবন্দি। মণিপুরি মিডিওর পাস থেকে ফিনিশ করেন ক্লেটন। বাকি সময়টা দু’দলই গোলের চেষ্টা করে। তবে স্কোরলাইনে বদল হয়নি।
আরও পড়ুন-যোগীর রাজ্য থেকে ধৃত মাদক পাচারের পান্ডা বিজেপি নেতা