প্রতিবেদন : মুখ্যমন্ত্রীর সভার আগেই সুসংবাদ। এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে পুরোদস্তুর মহকুমা আদালত পাবে ক্যানিং। বিধায়ক শ্যামল মণ্ডলের প্রশ্নের উত্তরে সোমবার বিধানসভায় আইনমন্ত্রী মলয় ঘটক একথা ঘোষণা করেন। দীর্ঘদিন ধরে মানুষের দাবি ছিল ক্যানিংয়ে দেওয়ানি ও ফৌজদারি আদালতের। দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে মানুষের সেই স্বপ্নপূরণ হতে চলেছে।
আরও পড়ুন-কলকাতার ব্রাজিল পাড়ায় আপ্লুত রাষ্ট্রদূত
ক্যানিংয়ে ওই দুই আদালতের কাজ শুরু হলে ক্যানিং মহকুমা তথা প্রত্যন্ত সুন্দরবনের বহু মানুষ উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। এই সব এলাকার মানুষকে আর কলকাতায় যেতে হবে না। প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যে মাতলা নদীর চরে ৬ একর জমি দেখার কাজ শেষ হয়ে গিয়েছে। ক্যানিং পশ্চিমের বিধায়ক শ্যামল মণ্ডল আইনমন্ত্রী মলয় ঘটকের কাছে দরবার করে জানিয়েছেন দ্রুত আদালতের কাজ শুরু করার জন্য। বিষয়টি বিধানসভায় তোলা হয়েছে বলেও জানিয়েছেন বিধায়ক। ক্যানিংয়ে ওই ২ আদালত তৈরির জন্য ৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।