গতকালই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বাবুল সুপ্রিয়। আজ সাংবাদিক বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কড়া ভাষায় কটাক্ষ করলেন বাবুল সুপ্রিয়। রবিবার, তৃণমূল কংগ্রেসে ভবনে সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ প্রসঙ্গ উঠলে বাবুল বলেন, “ওনাকে নিয়ে কোনও মন্তব্য করব না। তবে বিজেপি-র রাজ্য সভাপতির সঠিক বাংলা জানা প্রয়োজন। তাই দিলীপ ঘোষকে বর্ণপরিচয় উপহার দেবো। আমার মনে হয়, দিলীপদাকে বাংলা ভাষা নতুন করে শিখতে হবে। উনি যেটা বলেন, সেটা বাংলা নয়। উনি বাংলা ভাষাকে কলুষিত করেন। ভদ্র বাংলা ভাষা কী সেটা ওনার জানার প্রয়োজন আছে। বিরোধিতা করাই ওনার কাজ। সেটা করুন। কিন্তু বাংলা ভাষা ওনাকে শিখতে হবে।’’
আরও পড়ুন-মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রবিবারের বর্ণাঢ্য প্রচারে সুব্রত মুখোপাধ্যায়
উল্লেখ্য, বিজেপিতে থাকাকালীন বাবুল সুপ্রিয়র সঙ্গে দিলীপ ঘোষের ঠান্ডা লড়াইয়ের কথা সবারই জানা। এমনকী মাসখানেক আগে বাবুল সোশ্যাল মিডিয়ায় যেদিন লম্বা পোস্ট করে রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেছিলেন, সে দিনও তিনি সাংসদ পদ ছাড়বেন কি না তা নিয়ে প্রশ্নের উত্তরে দিলীপ বলেছিলেন, ‘‘মাসির গোঁফ হলে মাসি বলব না মেসো বলব, তা ঠিক করব। আগে তো মাসির গোঁফ হোক।’’ তৃণমূল কংগ্রেসে যোগদানের পর এদিন যেন ঘুরিয়ে তারই জবাব দিলেন বাবুল।