উন্নয়নে ছন্দে বড়শাল পঞ্চায়েত

সংবাদের শিরোনামে ছিল বড়শাল গ্রামপঞ্চায়েত

Must read

দেবর্ষি মজুমদার, রামপুরহাট: সংবাদের শিরোনামে ছিল বড়শাল গ্রামপঞ্চায়েত। বগটুই গ্রামে উপপ্রধান খুনের পর বেশ কয়েকটি আকস্মিক মৃত্যু ঘটে। সেই আতঙ্ক ভুলে এখন স্বাভাবিক ছন্দে এই পঞ্চায়েত। যার অনেকখানি কৃতিত্ব রামপুরহাট এক ব্লকের সভাপতি সৈয়দ সিরাজ জিম্মির, দাবি করলেন পশ্চিমপাড়ার সংসদ সদস্য কদম রসুল শেখ।

আরও পড়ুন-তালিবান জমানায় ভয়াবহ পরিস্থিতি আফগানিস্তানে

বলেন, জিম্মিদা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে সাহায্য করেছেন, মসজিদের ইমাম ও বিশিষ্ট জনদের নিয়ে বৈঠক করেছেন। মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের শহরের বিভিন্ন স্কুলের শিক্ষকদের দিয়ে অবৈতনিক কোচিং করানোর পর রামপুরহাটে একটি বাড়িতে অভিভাবকদের নিয়ে থাকাখাওয়ার ব্যবস্থা করে পরীক্ষার ব্যবস্থা করেন। যাদের অনেকেই স্টার মার্কস পেয়ে উত্তীর্ণ। পঞ্চায়েত প্রধান শ্রাবণী সাহা বলেন, বর্তমানে পানীয় জলের জন্য নতুন করে আরেকটি পিবিজি প্রকল্পের কাজ শুরু হবে। একশো দিনের কাজের সোশ্যাল অডিট হয়ে গিয়েছে। টাকা এলেই কাজ শুরু হবে। উন্নয়ন বলতে রাস্তার ধারে বাতির ব্যবস্থা। কারণ পঞ্চায়েত ছাড়াও তারাপীঠ- রামপুরহাট উন্নয়ন পর্ষদের প্রচুর কাজ এখানে হয়েছে। দেখুড়িয়া উদয়পুর গ্রাম ও বড়শাল গ্রামে মন্দিরের কাজ হয়েছে। দুয়ারে সরকারে ব্লকের কাজ পঞ্চায়েতে করছি।

Latest article