সংবাদদাতা, কাঁথি : রাজ্যের বিরোধী দলনেতার বাড়ি ‘শান্তিকুঞ্জ’ লাগোয়া কাঁথি প্রভাতকুমার কলেজের মাঠেই তিন ডিসেম্বর সভা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তা নিয়ে পড়ুয়ারা প্রচণ্ড উত্তেজিত। বিশেষত এই কলেজের ছাত্র সংসদ এখন তৃণমূলের দখলে। ফলে নিজেদের কলেজমাঠে দলের শীর্ষ নেতৃত্বের জনসভার আগে দারুণ রকম উদ্দীপ্ত এই কলেজের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট।
আরও পড়ুন-বনবিবির মন্দিরকে কেন্দ্র করে পর্যটনকেন্দ্র
সেই মেগা জনসভাকে সফল করতে মঙ্গলবার কলেজে প্রস্তুতিসভা করল তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট। সেই হাই ভোল্টেজ সভার একদিন আগে থেকেই কার কী দায়িত্ব ও কে কোথায় ডিউটি করবে, সে নিয়ে এদিনের প্রস্তুতিসভায় বিশদে আলোচনা হয়। প্রস্তুতিসভায় পড়ুয়ারা যেভাবে সবাই মোবাইলের আলো জ্বালিয়ে একাত্মতা প্রকাশ করলেন, তা রীতিমতো অভিনব। এদিন কলেজের তৃণমূল ছাত্র পরিষদের এই কর্মসূচিতে ছিলেন পূর্ব মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলার সম্পাদক তথা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি হাবিবুর রহমান, জেলা পরিষদ সভাধিপতি উত্তম বারিক, প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য কমিটির সহ-সভাপতি রুমানা আক্তার, রাজ্য কমিটির সদস্য আবেদ আলি খান, কাঁথি টিএমসিপি সভাপতি শতদল বেরা প্রমুখ।