যান্ত্রিক ত্রুটি, শিয়ালদহ স্টেশনের কাছে দুর্ঘটনা এড়াল রানাঘাট লোকাল

বুধবার, শিয়ালদহের ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে রানাঘাট লোকাল ও ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে একটি খালি ট্রেন কারশেডের (Carshed) দিকে যাচ্ছিল

Must read

বুধবার সকালে যে সময় ট্রেনে নিত্যযাত্রীদের প্রচন্ড ভিড় থাকে সেই সময়েই একটি ট্রেনে ধাক্কা লাগে আরেকটি ট্রেনে। শিয়ালদহ (Sealdah) স্টেশনের কাছে হয় দুর্ঘটনা (Accident)। কারশেডমুখী ট্রেনের (Train) সঙ্গে রানাঘাট লোকালের (Ranaghat Local) পাশাপাশি ধাক্কা। অল্পের জন্য এড়ানো গিয়েছে বড়সড় দুর্ঘটনা।

আরও পড়ুন-বিশিষ্ট ঔপন্যাসিক দেবেশকান্তি চক্রবর্তী প্রয়াত

যান্ত্রিক ত্রুটির কারণেই এই ঘটনা ঘটেছে। কিন্তু তার পরেও সেখানে পৌঁছে আসল কারণ খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা। বুধবার, শিয়ালদহের ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে রানাঘাট লোকাল ও ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে একটি খালি ট্রেন কারশেডের (Carshed) দিকে যাচ্ছিল। সিগন্যাল না দেখায় পাশাপাশি চলে আসে দুটি ট্রেন। ঘষা লেগে কারশেডগামী ট্রেনের ইঞ্জিনের একদিন ক্ষতিগ্রস্ত হয়। তবে,ট্রেন দুটি গতি বেশি না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি তবে যাত্রীরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে।

আরও পড়ুন-বিশিষ্ট ঔপন্যাসিক দেবেশকান্তি চক্রবর্তী প্রয়াত

পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, কেউ আহত হননি। রেকের কোনও ক্ষতি হয়নি। ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত করে তার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান CPRO

Latest article