মুম্বই, ১ ডিসেম্বর : নতুন জাতীয় নির্বাচক কমিটি গঠনের পথে আরও একধাপ এগোলো ভারতীয় ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার তিন সদস্যের ক্রিকেট অ্যাডভাইসারি কমিটি ঘোষণা করেছে বিসিসিআই। এর আগে এই কমিটির তিন সদস্য ছিলেন মদনলাল, আরপি সিং এবং প্রাক্তন মহিলা ক্রিকেটার সুলক্ষ্মণা নায়েক।
আরও পড়ুন-না, এ স্বাদের ভাগ হবে না, অন্য চোখে বিশ্বকাপ
নতুন কমিটিতে সুলক্ষ্মণা থাকলেও, মদনলাল ও আরপি সিংয়ের বদলে এসেছেন অশোক মালহোত্রা এবং যতীন পরাঞ্জপে। মালহোত্রা ভারতের হয়ে সাতটি টেস্ট ও কুড়িটি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। অন্যদিকে, পরাঞ্জপে দেশের হয়ে চারটি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। তিন সদস্যের এই কমিটি জাতীয় নির্বাচক হতে আগ্রহীদের সাক্ষাৎকার নেবেন। জাতীয় নির্বাচক হতে চেয়ে বোর্ডের কাছে ৬০ জনেরও বেশি প্রাক্তন ক্রিকেটার আবেদন করেছেন। এর মধ্যে রয়েছেন সদ্যপ্রাক্তন দুই জাতীয় নির্বাচক চেতন শর্মা ও হরবিন্দর সিংও। এছাড়া পূর্বাঞ্চল থেকে আবেদন করেছেন সৌরাশিস লাহিড়ী, শুভময় দাস, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, শিবসুন্দর দাস, প্রভরঞ্জন মল্লিক ও আর আর পারিদা।