প্রতিবেদন : ফের একবার সামনে এল নরেন্দ্র মোদি সরকারের ব্যর্থতা। অর্থ মন্ত্রকের ব্যর্থতার কারণে রাজকোষ ঘাটতির পরিমাণ উদ্বেগজনক হারে বাড়ল। ২০২২-’২৩ অর্থবর্ষের এপ্রিল থেকে অক্টোবর এই ৭ মাসে সরকারের রাজকোষ ঘাটতি বেড়ে হয়েছে ৭.৫৮ লক্ষ কোটি টাকা। সারা বছরে ঘাটতির যে ধার্য লক্ষ্যমাত্রা রয়েছে তার ৪৫.৬ শতাংশ এই সাত মাসেই পূরণ হয়ে গিয়েছে। বুধবার প্রকাশিত তথ্য থেকে এই বিষয়টি জানা গিয়েছে।
আরও পড়ুন-জনবিরোধী কেন্দ্র উখরায় মহামিছিল
২০২১ সালের এপ্রিল থেকে অক্টোবর মাসে রাজকোষ ঘাটতির পরিমাণ অনেকটাই কম ছিল। গত অর্থবর্ষে সাত মাসে ধার্য লক্ষ্যমাত্রার ৩৬.৩ শতাংশ পূরণ হয়েছিল। ঘাটতির পরিমাণ ছিল ৫.৪৭ লক্ষ কোটি। চলতি বছরের অক্টোবরে কেন্দ্রের রাজকোষ ঘাটতির পরিমাণ ১.৩৮ লক্ষ কোটি টাকা। যা ২০২১ সালের তুলনায় ৭ গুণ বেশি। এই তথ্যই প্রমাণ করছে মোদি সরকারের ব্যর্থতা। করোনা মহামারীর ধাক্কা মোদি সরকার যে এখনও কাটিয়ে উঠতে পারেনি সাত মাসের বিপুল রাজকোষ ঘাটতিতে সেটাই প্রমাণ হল।