নয়াদিল্লি : গত সেপ্টেম্বরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা সরিয়ে নেওয়ায় সম্মত হয়েছিল ভারত ও চিন। সেই সিদ্ধান্তের প্রবল সমলোচনা হয়। বিরোধীদের অভিযোগ, ভারতীয় ভূখণ্ডকে বাফার জোন ঘোষণা করছে মোদি সরকার। সেই বিতর্ক চলাকালীনই প্রকাশিত হল নতুন উপগ্রহ চিত্র। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের রিপোর্ট অনুযায়ী, গোগরা হট স্প্রিং থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে প্যাংগং টিএসও এলাকায় স্থায়ী এবং গুরুত্বপূর্ণ নির্মাণকাজ চালাচ্ছে চিন। ২০২০ সালের মে মাসে এই জায়গায় প্রথম একটি ক্যাম্প তৈরি করে চিন।
আরও পড়ুন-বিক্ষোভের মুখে পিছু হটছে জিনপিং প্রশাসন
গত অক্টোবরে প্রকাশিত উপগ্রহ চিত্রে দেখা যায়, নির্মাণ কাজ পুরো হয়েছে এবং সেখানে গুরুত্বপূর্ণ সংখ্যায় গণফৌজের উপস্থিতি রয়েছে। নির্মাণের মাঝের অংশটি হেড কোয়ারার্টার, দক্ষিণ অংশে অস্ত্র ভাণ্ডার রয়েছে। উত্তরাংশে সামরিক নানান সরঞ্জাম রয়েছে। একইসঙ্গে গাড়ি রাখার বন্দোবস্তও রাখা হয়েছে। ২০২১ সালের অগাস্টে নতুন এই নির্মাণ কাজ শুরু হয়। তার পাশে সেনা বাহিনীর সুবিধার জন্য ব্যারাক জাতীয় নির্মাণ গড়ে তোলারও ছবি ধরা পড়ে উপগ্রহ চিত্রে। ছবি ফাঁস হতেই ফের বিতর্ক৷