দোহা, ১ ডিসেম্বর : কাজান অ্যারিনার সেই দুঃস্বপ্ন ফিরে এল বৃহস্পতিবার রাতের আল বায়েত স্টেডিয়ামে। চার বছর আগে রাশিয়ার ওই মাঠেই দক্ষিণ কোরিয়ার কাছে দু’গোলে হেরে বিশ্বকাপের গ্রুপ থেকেই ছিটকে গিয়েছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি (Germany vs Costa Rica)। এদিনও প্রবল চাপ আর অঙ্কের জটিল সমীকরণ মাথায় নিয়ে মাঠে নেমেছিলেন জার্মানরা। তবে কোস্টারিকাকে হারিয়েও বিদায় নিতে হল জার্মানদের। অন্যদিকে, জাপানের কাছে হেরে গিয়েও শেষ ষোলোয় উঠে গেল স্পেন! অবিশ্বাস্য শোনালেও সত্যি! বড় চমক, ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোর টিকিট পেল জাপান।
জার্মানির (Germany vs Costa Rica) পর এদিন স্পেন। ইউরোপের আরও এক শক্তিশালী দেশ ঘায়েল হল জাপানি বোমায়। এক গোলে পিছিয়ে পড়েও জাপান যেভাবে ম্যাচটা ২-১ গোলে জিতল, তা হুবহু জার্মান ম্যাচে জয়ের রিপ্লে। ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণের ঝড় তুলে ১১ মিনিটেই এগিয়ে যায় স্পেন। গোল করেন আলভারো মোরাতা। কিন্তু বিরতির পর ছবিটা বদলে গেল ম্যাজিকের মতো। ৪৮ মিনিটে রিৎসু দোয়ান ও ৫১ মিনিটে তানাকার গোল দুটো জাপানকে শেষ ষোলোর টিকিট এন দেয়।
জার্মানরা ম্যাচটা শুরুই করেছিল খোঁচা খাওয়া বাঘের মতো। ১০ মিনিটেই সার্জ নাবেইর চমৎকার হেডে এগিয়ে গিয়েছিল জার্মানি। এক গোলে এগিয়ে যাওয়ার পর জার্মানদের আক্রমণের ধার আরও বেড়েছিল। একের পর এক সুযোগ তৈরি হচ্ছিল। কিন্তু জামাল মুসিয়ালা, নাবরী, লেরয় সানেরা সেই সব সুযোগ হাতছাড়া করেন। নইলে বিরতির আগেই অন্তত তিন গোলে এগিয়ে থাকত জার্মানি। কিন্তু ৫৮ ও ৭০ মিনিটে টেজেডা ও পাবলোর গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় কোস্টারিকা। শেষ পর্যন্ত জার্মানি ৪-২ গোলে জিতলেও শেষরক্ষা হয়নি।
জিতেও ছিটকে গেল জার্মানি, জাপানি বোমায় ঘায়েল স্পেনও
জাপান : ২ স্পেন : ১ জার্মানি : ৪ কোস্টারিকা : ২