সংবাদদাতা, আসানসোল : মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস যখন শত্রুঘ্ন সিনহাকে (Asansol MP Shatrughan Sinha) আসানসোলের সংসদ প্রার্থী করেন, বিরোধীরা একযোগে বহিরাগত তকমা দিয়ে অভিযোগ করেছিলেন সাংসদ হলে উনি নাকি আসানসোলে আসবেনও না, কোনও কাজও করবেন না। বিরোধীদের দাবি যে কতটা অসার প্রমাণ করে দিলেন শত্রুঘ্ন। আসানসোলের দীর্ঘদিনের সমস্যা এস বি গড়াই রোড সংলগ্ন কোর্টচত্বরের কাছে রেলের লেভেল ক্রসিং। দিনভর ট্রেন চলাচলের কারণে গুরুত্বপূর্ণ রাস্তাটিতে ব্যাপক যানজট হয়। ওখানে আছে সরকারি ও বেসরকারি সাতটি স্কুল, জেলা হাসপাতাল, বেসরকারি হাসপাতাল এবং জেলা আদালত। বহু গুরুত্বপূর্ণ কাজে মানুষের আনাগোনা লেগে থাকে। আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে ৯ মাস আগে বিপুল ভোটে জেতা তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা (Asansol MP Shatrughan Sinha) এই লেভেল ক্রসিংয়ে রেল ওভারব্রিজ নির্মাণের জন্য রেলের কাছে দরবার করেন। নিয়মানুযায়ী এতে রাজ্যেরও অনুমতি দরকার। খরচের ৫০ শতাংশও রাজ্যকে দিতে হয়। শত্রুঘ্ন রেল ও রাজ্যের সমন্বয় ঘটিয়েছেন। রাজ্য সবুজ সঙ্কেত দিয়েছে। ওভারব্রিজ (Rail Over bridge) হয়ে গেলে শহরের গতি অনেকখানি বেড়ে যাবে। এছাড়াও আসানসোলের সাতটি বিধানসভা কেন্দ্রেই হবে নানাবিধ উন্নয়নমূলক কাজ। বৃহস্পতিবার কন্যাপুরে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের অতিথিশালার কনফারেন্স রুমে এক সাংবাদিক সম্মেলনে আসানসোলবাসীর জন্য এতগুলি সুখবর দিলেন সাংসদ শত্রুঘ্ন সিনহা। যা শুনে সকলেই প্রভূত খুশি।