প্রতিবেদন : দশ মাসেরও বেশি যুদ্ধ চালিয়ে রাশিয়ার (Russia) ইউক্রেন (Ukraine War) বিজয় অধরা। এরই মধ্যে নেমেছে শীত। প্রবল ঠান্ডার মধ্যে রুশ সেনারা (Russian Army) আরও কিছুটা পিছু হঠেছে। এই অবস্থায় একদিকে রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলি ধ্বংস করে দিয়ে যেমন জনজীবনকে বিপর্যস্ত করেছে তেমনই সে দেশের বেশ কিছু বড় মাপের রাজনৈতিক নেতাকেও হত্যা করার পরিকল্পনা করছে। এমনটাই জানিয়েছে ব্রিটিশ গোয়েন্দা রিপোর্ট। ওই রিপোর্টে বলা হয়েছে, দিন দশেকের মধ্যেই রাশিয়া ইউক্রেনের উপর বড় মাপের আঘাত হানতে চলেছে। ব্রিটিশ গোয়েন্দাদের দাবি, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে জিততে না পেরে তাদের শীর্ষ স্তরের নেতাদের খুন করার পরিকল্পনা করছে পুতিন বাহিনী। এ বিষয়ে তাদের হাতে বেশ কিছু গোপন নথি এসেছে। ওই সমস্ত নথিপত্রে পুতিনের স্বাক্ষরও আছে। বুধ ও বৃহস্পতিবারও ইউক্রেনের (Ukraine War) একাধিক বিদ্যুৎ কেন্দ্র ও সেনা ছাউনি লক্ষ্য করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ক্রেমলিন। রাশিয়াকে ঠেকাতে ইউক্রেনের বড় সহায়ক হয়েছে আমেরিকা ও তার মিত্র দেশগুলি। কিন্তু ফ্রান্স (France) ও পোল্যান্ড (Poland) জানিয়েছে, তাদের পক্ষে আর বেশিদিন ইউক্রেনকে অর্থ বা সামরিক সরঞ্জাম দিয়ে সাহায্য করা সম্ভব হবে না। কারণ তাদের নিজেদের দেশেও হাজারো সমস্যা রয়েছে। সেই সমস্যা মিটিয়ে ইউক্রেনের পাশে থাকা আর সম্ভব হবে না। খুব বেশি হলে তারা আরও মাস খানেক ইউক্রেনকে সাহায্য করতে পারে।
আরও পড়ুন-সুয়ারেজদের বিদায়, শেষ ষোলোয় কোরিয়া: এশীয় চমক অব্যহত, হার পর্তুগালের