সংবাদদাতা, বসিরহাট : গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বিজেপি। ওরা আবার কী পঞ্চায়েতে লড়বে! ২০১৮-র চেয়েও খারাপ ফল করবে বিজেপি। আসলে বিজেপি আর আরএসএস-এর লড়াই চলছে। বিজেপি যা চাইছে আরএসএস তা চাইছে না। ওরা আগে নিজেদের মধ্যে গন্ডগোল কমাক! বিজেপি ডিসেম্বর মাস নিয়ে হুমকি ও পঞ্চায়েত নির্বাচন নিয়ে এমনই মোক্ষম মন্তব্য করলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (TMC- Jyotipriya Mallick)। শনিবার উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের সন্দেশখালি মিশন মাঠে একটি ফুটবল খেলার উদ্বোধন করতে এসে এমনই মন্তব্য করেন তিনি (TMC- Jyotipriya Mallick)। বিজেপিকে ইঙ্গিত করে তাঁর শ্লেষাত্মক মন্তব্য, ৩৪ বছরের ছেলের সঙ্গে লড়াই করতে পারে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করবে? আরএসএস ও বিজেপির লড়াইয়ে সুকান্ত সভাপতি থাকবেন, নাকি অন্য কেউ সভাপতি হবেন, তা নিয়ে লড়াই চলছে দিলীপ ও শুভেন্দুর মধ্যে। এই দল আবার নাকি বাংলা দখল করবে! ডায়মন্ড হারবারে শনিবার যেখানে সভা হচ্ছে সেখানে ওদেরই লোকজনই চেয়ার-টেবিল তুলে নিয়ে গিয়েছে। আর তৃণমূলের নামে দোষ দিচ্ছে। এই হল বিজেপির অবস্থা। তিনি বিজেপির ডিসেম্বর মাসের ডেডলাইন নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন। বিরোধী দলকে পঞ্চায়েত নির্বাচনে মানুষ ঝেঁটিয়ে বিদায় করে দেবেন, পাশেই বাংলাদেশে চলে যাবে তারা।
আরও পড়ুন-সিবিআই-ইডি দেখিয়ে হাইকোর্টের অনৈতিক প্রোটেকশনে দলবদলু