দুবাই, ৩ ডিসেম্বর : আট বছর পর বিশ্বকাপের মূলপর্বে খেলছে নেদারল্যান্ডস (Netherlands vs USA)। শনিবার আমেরিকাকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে কাতার বিশ্বকাপের প্রথম দল হিসেবে শেষ আটে উঠে গেলেন ডাচরা। কোডি গাকপো, মেমফিস ডিপে, ডেনজিল ডামফ্রিসরা কিন্তু আরও বড় চমক দিলে অবাক হওয়ার কিছু নেই। আমেরিকা ফুটবলে কুলীন দেশ না হতে পারে। তবে নিজেদের দিনে বিশ্বের যে কোনও দলকে ঝামেলায় ফেলে দিতে পারে। শনিবার মার্কিনদের সেই সুযোগটাই দিল না লুইস ভ্যান গলের নেদারল্যান্ডস। আগাগোড়া প্রাধান্য রেখে ম্যাচটা জিতে নিলেন ডাচরা।
অথচ তিন মিনিটেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ এসেছিল আমেরিকার (Netherlands vs USA) সামনে। একা গোলকিপারকে পেয়েও গোল করতে পারেননি ক্রিস্টিয়ান পুলসিচ। হ্যান্ডশেক দূরত্ব থেকে নেওয়া পুলসিচের শট বাঁচিয়ে দেন ডাচ গোলকিপার নোপার্ট। এই ধাক্কা সামলে ১০ মিনিটেই গোল করে এগিয়ে যায় নেদারল্যান্ডস। ডামফ্রিস ও ডিপের যুগলবন্দির ফসল এই গোল। ডিপে পাস বাড়িয়েছিলেন ডামফ্রিসকে। গোললাইনের কাছ থেকে ডামফ্রিস ফের সেই বল বাড়িয়ে দেন ডিপেকে। গোল করতে ভুল করেননি ডাচ স্ট্রাইকার। এই গোলের পরেই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় নেদারল্যান্ডসের হাতে। আমেরিকা বিক্ষিপ্তভাবে কিছু আক্রমণ করলেও তাতে কোনও লাভ হয়নি।
বিরতির কয়েক মিনিট আগেই দ্বিতীয় গোলের দেখা পেয়ে যায় ডাচরা। এই গোলের পিছনেও ডামফ্রিসের অবদান আছে। এবার তাঁর পাস থেকে বল পেয়ে জালে জড়িয়ে দেন ডালে ব্লিন্ড। ৪৮ মিনিটে আমেরিকার টিম রিমের শট গোললাইন সেভ করেন গাকপো। তবে ৭৬ মিনিটে হাজি রাইটের গোলে ১-২ করে দিয়েছিল আমেরিকা। কিন্তু প্রতিপক্ষ ঘাড়ে চেপে বসার আগেই ফের গোল করে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ডাচরা। এবার গোল করেন ডামফ্রিস নিজেই। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি আমেরিকা।
সবে কোয়ার্টার ফাইনাল। এখনও অনেকটা পথ এগোতে হবে। তবে ভ্যান গলের ফুটবলাররা কিন্তু স্বপ্ন দেখাচ্ছেন।
আরও পড়ুন-মেসিতেই শেষ আটে আর্জেন্টিনা