প্রতিবেদন : আইএসএলে আরও একটি দুর্দান্ত জয় মোহনবাগানের (ATK Mohun Bagan- Bengaluru FC)। অ্যাওয়ে ম্যাচে সুনীল ছেত্রী ও রয় কৃষ্ণর যুগলবন্দি থামিয়ে বেঙ্গালুরু এফসি-কে হারাল জুয়ান ফেরান্দোর দল। দুর্দান্ত গোল করে সবুজ-মেরুনের জয়ের নায়ক অস্ট্রেলীয় বিশ্বকাপার দিমিত্রি পেত্রাতোস। দলের পঞ্চম জয়ে ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চার নম্বরেই থাকল জুয়ান ফেরান্দোর দল। বেঙ্গালুরু ৭ পয়েন্ট নিয়ে নামল ন’নম্বরে।
বেঙ্গালুরুর সুনীল ছেত্রী, রয় কৃষ্ণর যুগলবন্দি থামাতে সবুজ-মেরুন রক্ষণে সজাগ ছিলেন ব্রেন্ডন হ্যামিল, প্রীতম কোটাল, শুভাশিস বোসরা। মোহনবাগান ছাড়ার পর প্রথমবার পুরনো দলের বিরুদ্ধে মাঠে নামলেন কৃষ্ণ ও প্রবীর দাস। দু’জনেই বাড়তি উদ্যম নিয়ে খেলেন। আক্রমণে ঝাঁঝ বাড়িয়ে বার দু’য়েক গোলমুখ খুলে ফেলেছিল মোহনবাগান। কিন্তু শুভাশিসের সেন্টার থেকে হেডে বল জালে রাখতে পারেননি লিস্টন। বারবার বেঙ্গালুরুর অর্ধে অ্যাটাকিং থার্ডে আটকে যায় মোহনবাগানের আক্রমণ।
বিরতির আগে বেঙ্গালুরু (ATK Mohun Bagan- Bengaluru FC) অধিনায়ক সুনীলও গোলের সুযোগ পেয়ে গিয়েছিলেন। কিন্তু সবুজ-মেরুন রক্ষণ সজাগ থাকায় গোলের দরজা খুলতে পারেনি ব্লুজরা। দ্বিতীয়ার্ধে মোহনবাগানের আক্রমণে আরও ঝাঁঝ বাড়ে। দিমিত্রি ও বুমোসের যুগলবন্দিতে ৬৬ মিনিটে গোলের লকগেট খুলে ফেলে মোহনবাগান। বুমোসের পাস থেকে বিপক্ষের দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে অসাধারণ গোল করেন দিমিত্রি। কয়েক মিনিটের মধ্যে ম্যাচে সমতা ফেরানোর সুযোগ এসে গিয়েছিল বেঙ্গালুরুর কাছে। কিন্তু একা মোহনবাগান গোলরক্ষককে সামনে পেয়েও গোল করতে ব্যর্থ হন কৃষ্ণ।
আরও পড়ুন-কমলা-ঝড়ে বিধ্বস্ত আমেরিকা, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস