প্রতিবেদন : কাশ্মীরে বসবাসকারী পণ্ডিত সম্প্রদায়ের ৫৬ জনের নামের একটি তালিকা প্রকাশ করেছে জঙ্গি সংগঠন। জঙ্গি সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, ওই ৫৬ জন তাদের পরবর্তী নিশানা। প্রত্যেকের নাম, তাঁদের ঠিকানা এমনকী, কর্মস্থলের ঠিকানাও প্রকাশ করা হয়েছে। একটি অনলাইন ম্যাগাজিনে সোমবার এই তালিকা প্রকাশ করা হয়েছে। ঘটনার প্রেক্ষিতে এদিন কাশ্মীরের নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে মঙ্গলবার কেন্দ্রের স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা উচ্চপর্যায়ের একটি বৈঠক করেন। সেখানে কাশ্মীরের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
আরও পড়ুন-চাপে পড়ে ক্ষমা চাইলেন বিজেপিপন্থী পরিচালক অগ্নিহোত্রী
এদিনের গুরুত্বপূর্ণ বৈঠকে কেন্দ্রের বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ছিলেন জম্মু ও কাশ্মীরের শীর্ষ প্রশাসনিক আধিকারিকরাও। সম্প্রতি জঙ্গিরা কাশ্মীরে পণ্ডিতের নিশানা করে খুন করতে শুরু করেছে। ইতিমধ্যেই দলে দলে কাশ্মীর ছাড়ছেন পণ্ডিত সম্প্রদায়ের মানুষ। একের পর এক টার্গেট কিলিংয়ের ঘটনায় গোটা উপত্যকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। এরই মধ্যে নতুন করে ৫৬ জনের নাম-ঠিকানা প্রকাশের পর উপত্যকায় আতঙ্ক আরও চেপে বসেছে। যে ৫৬ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে তারা সকলেই সরকারি কর্মী।