প্রতিবেদন : তিনি রাজ্যসভায় মনোনয়ন দেওয়ায় চার্জ আপ হবে ত্রিপুরা। এমনটাই জানালেন সুস্মিতা দেব। সোমবার বিধানসভায় মনোনয়নপত্র জমা দেন রাজ্যসভার তৃণমূল প্রার্থী সুস্মিতা দেব। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কথা জানান।
সুস্মিতা বলেন, “উত্তর-পূর্বের একজনকে রাজ্যসভায় পাঠানো তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। এর জন্য তাঁকে ধন্যবাদ। এই সিদ্ধান্তে আরও চার্জ-আপ হবেন ত্রিপুরার মানুষ।”
আরও পড়ুন :অভিষেক-পিকের সঙ্গে ভবানীপুর শীতলা মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন আরতি
সোমবার, বিধানসভায় প্রথমে মুখ্য সচেতকের ঘরে যান সুস্মিতা দেব। ছিলেন নির্মল ঘোষ , তাপস রায়, আশিষ বন্দ্যোপাধ্যায়। এরপর মনোনয়ন জমা দেন তৃণমূল প্রার্থী। এই আসনে প্রার্থী দেবে না বলে ঘোষণা করেছে বিজেপি। এই পরিস্থিতিতে সুস্মিতা বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় সাংসদ হচ্ছেন বলে এখনও পর্যন্ত মনে করা হচ্ছে।
সুস্মিতা জানান, আপাতত ২০২৩-এ ত্রিপুরার বিধানসভা নির্বাচনই তৃণমূলের পাখির চোখ। সেই লক্ষ্য নিয়েই এগোচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেখানে 22 তারিখ তাঁর মিছিলে রয়েছে। তার আগে মঙ্গলবারই ত্রিপুরা পৌঁছচ্ছেন সুস্মিতা। সে রাজ্য থেকে বিজেপিকে হটানোই এখন দলের একমাত্র লক্ষ্য। তাঁকে রাজ্যসভায় পাঠানোর ফলে ত্রিপুরার মানুষ আরও বেশি করে উৎসাহিত হবেন বলে মনে করেন সুস্মিতা। এদিন ফের একবার বিপ্লব দেবের সরকারকে উৎক্ষাতের ডাক দেন সুস্মিতা দেব।