সংবাদদাতা, রায়গঞ্জ : রাজ্যের গ্রন্থাগারগুলিকে উন্নত করতে নেওয়া হয়েছে উদ্যোগ। জেলায় জেলায় গ্রন্থাগারগুলিতে দেওয়া হচ্ছে কম্পিউটার। পাশাপাশি রাজ্যের তরফে ৪ কোটি টাকার বই এবছর কেনা হয়েছে। মঙ্গলবার থেকে রায়গঞ্জ শহরে শুরু হওয়া ২৮তম উত্তর দিনাজপুর জেলা বইমেলায় এসে এমনটাই দাবি করলেন গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি। তিনি বলেন, লাইব্রেরিগুলিতে এখন নিঃশুল্ক মেম্বারশিপ দেওয়া হচ্ছে। ভবিষ্যৎ গড়তে বই কেনার দিকে ঝুঁকতে আমরা আবেদন করছি। গ্রাম পঞ্চায়েত স্তর থেকেই বইয়ের প্রতি আগ্রহ তৈরি করতে কাজ করতে হবে।
আরও পড়ুন-দুর্গাপুরের সার কারখানা খুলতে আন্দোলনে তৃণমূল
যদিও কেন্দ্র সরকার রাজ্যকে প্রাপ্য টাকা দিচ্ছে না। তার পরও মুখ্যমন্ত্রী সচেষ্ট হচ্ছেন বাংলাকে এগিয়ে নিয়ে যেতে। তাই প্রত্যেককে বইয়ের প্রতি আগ্রহী হওয়ার কথা বলেন তিনি। রায়গঞ্জের সুদর্শনপুর দ্বারিকাপ্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুল মাঠে বইমেলার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী। এদিনের অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অভিষেক চৌরাশিয়া, জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন, পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপপুরপ্রশাসক অরিন্দম সরকার, উত্তর দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অলীপ মিত্র, শুভেন্দু মুখার্জি, অভিজিৎ দত্ত সহ অন্যরা। এই বইমেলা চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। মোট ৬০টি স্টল রয়েছে বইমেলায়। যেখানে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি কলকাতা থেকেও পাবলিশাররা বইয়ের পসরা নিয়ে এসেছেন। রয়েছে একাধিক সরকারি প্রকল্পের স্টলও। রোজ দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে বইমেলা। বইমেলায় থাকছে দুয়ারে সরকার ও বাংলা সহায়তা কেন্দ্র।