নবনীতা মন্ডল, নয়াদিল্লি: রাজধানী দিল্লিতে আঞ্চলিক দলের আধিপত্য শুরু হয়ে গেল। অরবিন্দ কেজরিওয়ালের “ঝারুর” ঝরে ধুয়ে মুছে সাফ হয়ে গেল পদ্মফুল। বিজেপির দীর্ঘ ১৫ বছরের একচ্ছত্র আধিপত্যকে হারিয়ে দিল্লি পুরনিগম দখল করল আম আদমি পার্টি(Delhi Municipal Corporation- AAP) ।
আরও পড়ুন: পিস্তল হাতে ক্লাসে পড়ুয়া
ঐতিহাসিক এই জয়ের (Delhi Municipal Corporation- AAP) পরই ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশীর্বাদ’ এবং ‘কেন্দ্রের সহযোগিতা’ প্রার্থনা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, ‘দিল্লিকে সুন্দর এবং আরও উন্নত করতে প্রধানমন্ত্রী মোদির আশীর্বাদ এবং সকলের সমর্থন চাই। দিল্লির নির্বাচনে এবার একপেশে জয় পাবে আপ, এমনটাই দেখিয়েছিল বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা। সেই সমীক্ষাকেই সত্যি প্রমাণিত করে দিল্লি পুরোনিগম দখল করল আমাদের পার্টি। এবার দিল্লির পুরনিগমের নির্বাচনে আম আদমি পার্টি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতা দখল করছে।” আম আদমি পার্টি জিতছে ১৩২টি ওয়ার্ডে, বিজেপি ১০৪টি ওয়ার্ডে আর কংগ্রেস ৮টি ওয়ার্ডে।