সংবাদদাতা, সুন্দরবন: সিটি অফ জয়ের স্রষ্টা ফরাসি লেখক ডামিনিক ল্যাপিয়ের। ৯১ বছর বয়সে গত রবিবার তাঁর মৃত্যু হয়েছে বলে ফরাসি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। ডামিনিক বরাবর কলকাতার ভক্ত ছিলেন। কলকাতার রিকশাওয়ালাদের নিয়ে তাঁর লেখা চিরকালীন। এর পাশাপাশি বাংলার জন্য তিনি নানান সামাজিক কাজ করতেন।
আরও পড়ুন-ইয়াসিন দলের কেউ নয় সাফ জানিয়ে দিল তৃণমূল
বিশেষকরে সুন্দরবনের কথা উল্লেখ করতেই হয়। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে ডামিনিক সুন্দরবনের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছেন বরাবর। তাঁর মৃত্যুতে সুন্দরবন জুড়ে শোকের ছায়া। অসুস্থতার জন্য তিনি দীর্ঘদিন সুন্দরবনে আসতে পারতেন না। কিন্তু নিয়মিত এখানকার মানুষদের খোঁজখবর রাখতেন তিনি। সুন্দরবনের হাজার হাজার কুষ্ট রোগী সেরে উঠেছে তাঁর আর্থিক দানে। গড়ে তুলেছিলেন কুষ্ট হাসপাতাল। সুন্দরবনের জন্য চারটি ভ্রাম্যমাণ হাসপাতাল তিনি তৈরি করেছিলেন। মূলত লঞ্চের মাধ্যমে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া হয়। বর্তমানে রাজ্য সরকারের পক্ষ থেকে এই প্রকল্পটি চালিয়ে যাওয়া হচ্ছে।
আরও পড়ুন-চলচ্চিত্র উৎসবের প্রস্তুতি তুঙ্গে
ডামিনিক দীর্ঘদিন যুক্ত ছিসেন শিস নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে। ডামিনিক সম্পর্কে শিস-এর প্রধান এম ওহাব বলেন, ‘অনেক বিদেশি ভারতে সেবা করতে আসেন নির্দিষ্ট কিছু এজেন্ডা নিয়ে। কিন্তু ডামিনিক এসেছিলেন মানবসেবার লক্ষ্য নিয়ে। সুন্দরবনের মানুষের কাছে উনি ঈশ্বর ছিলেন। ওঁর মৃত্যুসংবাদ পাওয়ার পর অনেকেই খোঁজ নিয়েছেন। অনেকে কান্নায় ভেঙে পড়েন। সত্যি সুন্দরবন কোনওদিন ভুলবে না তাঁদের ডামিনিক দাদাকে।