‘জাগোবাংলা’য় শুরু হয়েছে নতুন সিরিজ (Series)— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-সোমে শপথ ভূপেন্দ্রর
অপপ্রচার
অপপ্রচারে ভুলো না
সাময়িক সামঞ্জস্যবিহীন
অসম শালিক
পাখনাগুলো দাঁড়কাকের
উগ্র কর্কশ কণ্ঠস্বর
উগ্রতার মালিক।
এ ডাকে বর্ষণ নেই,
এ ডাকে ভাষা নেই,
এ স্বরে আত্ম-অহং গর্জন
সাময়িক-আংশিক।
শ্লোকে মারো হাঁক
সর্বস্ব অবিশ্বাস্য
অনির্দিষ্ট অনশন
আমরণ বিসর্জন।
পদে পদে অবক্ষয়
বিষাক্ত অসংবাদিত মত্ত
সাময়িক বোধ লোপ
ফিরে আসে সত্যভাষ।