দোহা: বিশ্বকাপের সেমিফাইনালে উঠেও ক্ষোভে ফুটছে আর্জেন্টিনা শিবির। লিওনেল মেসিদের (Argentina- Lionel Messi) তোপের মুখে নেদারল্যান্ডসের কোচ লুইস ভ্যান গল এবং ম্যাচের রেফারি!
ম্যাচের আগে ভ্যান গল জানিয়েছিলেন, ‘‘আর্জেন্টিনার পায়ে যখন বল থাকে না, তখন মেসি অকেজো হয়ে যায়।’’ এই বক্তব্য যে তিনি ভালভাবে নেননি, সেটা মেসির কথাতেই স্পষ্ট। তিনি বলেন, ‘‘ভ্যান গলের মন্তব্যে আমি অপমানিত বোধ করেছি। উনি মনে করেন, ফুটবলটা একটু বেশি বোঝেন। তবে আমরাই কিন্তু সেমিফাইনালে উঠেছি এবং যোগ্য দল হিসেবেই।’’
প্রসঙ্গত, ম্যাচ শেষ হওয়ার পর মেসিকে দেখা গিয়েছিল ডাচ রিজার্ভ বেঞ্চের সামনে গিয়ে ভ্যান গল ও তাঁর কোচিং স্টাফদের সঙ্গে উত্তপ্ত বাদানুবাদে জড়াতে। উত্তেজিত মেসি সেই সময় ডাচ কোচকে বলেন, ‘‘আপনি বড্ড বেশি কথা বলেন।’’ মেসি (Argentina- Lionel Messi) যে কতটা তেতে থেকে এই ম্যাচ খেলতে নেমেছিলেন, সেটা বোঝা গিয়েছে আরও একটি ঘটনাতেও। ম্যাচের পর মিক্সড জোনে দাঁড়িয়ে মিডিয়ার সঙ্গে কথা বলছিলেন তিনি। হঠাৎ করেই থেমে গিয়ে কারও উদ্দেশে চিৎকার করে আর্জেন্টাইন মহাতারকা বলে ওঠেন, ‘‘এদিকে তাকাচ্ছ কেন নির্বোধ? ওদিকে যাও।’’ পরে জানা যায়, ম্যাচে জোড়া গোল করা ডাচ স্ট্রাইকার উইঘোর্স্টকে দেখেই চেঁচিয়ে ওঠেন মেসি।
এদিকে, স্প্যানিশ রেফারি আন্তেনিও মাতেও শুক্রবার রাতের ম্যাচে মোট ১৮ জনকে হলুদ কার্ড দেখিয়েছেন। যা বিশ্বকাপের ইতিহাসে নতুন রেকর্ড! আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের আটজন করে ফুটবলার কার্ড দেখেছেন। এছাড়া কার্ড দেখেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ও তাঁর সহকারী ওয়াল্টার স্যামুয়েলসও।
আরও পড়ুন-সরলেন তিতে, পেলের সান্ত্বনা নেইমারকে
মাঠের মধ্যেই রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছিলেন মেসি। ম্যাচের পর মিডিয়ার মুখোমুখি হয়ে আর্জেন্টাইন মহাতারকার বক্তব্য, ‘‘রেফারিং নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। তবে ফিফার ভাবা উচিত, এমন গুরুত্বপূর্ণ ম্যাচে এই ধরনের রেফারিকে দায়িত্ব দেওয়া উচিত কি না।’’ দৃশ্যতই ক্ষুব্ধ মেসি আরও বলেন, ‘‘রেফারির জন্যই খেলা অতিরিক্ত সময়ে গড়িয়েছে। এই রেফারির নাম জানার পর আমরা ম্যাচের আগেই ভয়ে ভয়ে ছিলাম।’’
এই জয় প্রয়াত দিয়েগো মারাদোনাকে উৎসর্গ করেছেন মেসি। তিনি বলেন, ‘‘দিয়েগো স্বর্গ থেকে সব দেখছেন। আমাদের উৎসাহ দিচ্ছেন। আশা করি, বিশ্বকাপের শেষ দিন পর্যন্ত উনি এভাবেই আমাদের পাশে থাকবেন। উনি সেটা না থেকে কিছুতেই পারবেন না।’’